Marriage Rules

Marriage Addiction: ১১টি বিয়ের পরেও মেটেনি সাধ, দ্বাদশ স্বামীর সন্ধানে ৫২ বছরের মহিলা

১১বার বিয়ে করেছেন, কোনওটিই টেকেনি। তবুও হাল ছাড়তে নারাজ আমেরিকার মনেট দিয়াজ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৪:২০
বিয়ের নেশা

বিয়ের নেশা ছবি: সংগৃহীত

নাম মনেট ডিয়াজ, মন দিয়েও ফেলেন বারে বারে। গঙ্গারাম তবু ১৯ বারে থেমেছিলেন, ইনি কবে থামবেন— জানেন না কেউ। পার্থক্য একটিই গঙ্গারাম ম্যাট্রিক পরীক্ষা দিতেন, আর মনেট দিচ্ছেন দাম্পত্যের পরীক্ষা। ১১তম বিয়েও ভেঙে যাওয়ার পর, সেই ভাঙা মন দিতেই হন্যে হয়ে দ্বাদশ স্বামী খুঁজছেন তিনি।

Advertisement

৫২টি বসন্ত পেরিয়ে আমেরিকার ইউটার বাসিন্দা মনেট ভেবেছিলেন একাদশতম সঙ্গী জন-ই তাঁর আপন-‘জন’। একসঙ্গে যোগ দিয়েছিলেন একটি রিয়্যালিটি শো-তেও। কিন্তু সেই অনুষ্ঠান চলাকালীনই ফের ছন্দপতন। বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। আর তা থেকেই বিচ্ছেদের দিকে গড়ায় এই সম্পর্কটিও।

মনেট ডিয়াজ

মনেট ডিয়াজ ছবি: সংগৃহীত

তবে প্রাক্তন স্বামীদের নিয়ে ক্রিকেট দল গঠন করার উপক্রম হলেও এখনই থামতে নারাজ মনেট। ভালবাসার ব্যাপারে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ, তা ওই অনুষ্ঠানেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মনেট। তবে মনেট এ-ও জানিয়েছেন যে, সদ্য প্রাক্তন জনকে তিনি এতটাই ভালবাসেন যে, তাঁকে ভুলতে ‘বিস্তর সময় লাগবে’ তাঁর। কতটা সময়? মনেটের উত্তর, ‘‘অন্তত দু’মাস!’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন