Relationship

Unconventional relationship: নিজের বয়স ৬১, স্বামীর বয়স ২৪, এ বার সন্তান চান বৃদ্ধা!

আমেরিকা নিবাসী দম্পতি, চেরিল ও কোয়ারান ম্যাককেইনের বয়সের ফারাক প্রায় ৩৭ বছর। এ বার সন্তান নিতে আগ্রহী তাঁরা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৪:০৫
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সাধপূরণ!

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সাধপূরণ! ছবি: সংগৃহীত

৬১ বছরের চেরিল ও বছর চব্বিশের কোয়ারান ম্যাককেইন কয়েক দিন আগেই শিরোনামে এসেছিলেন নিজেরদের অসমবয়সি বিবাহের কারণে। জর্জিয়ার এই দম্পতির মধ্যে বয়সের পার্থক্য প্রায় ৩৭ বছর। কিন্তু বয়সের এই পার্থক্যকে বুড়ো আঙুল দেখিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। এ বার তাঁরা সন্তান নিতে চান বলে জানালেন ওই দম্পতি।

Advertisement

চেরিলের নাতি-নাতনির সংখ্যা ১৭। কিন্তু নতুন স্বামীর সঙ্গে তিনি ফের সন্তানসুখ পেতে চান বলে জানিয়েছেন চেরিল। যদিও সারোগেসির মাধ্যমে সন্তান নেবেন, না কি কোনও শিশুকে দত্তক নেবেন, তা এখনও স্থির করেননি দু’জনে। নেটমাধ্যমে চেরিল জানিয়েছেন, কোয়ারান বাবা হতে চান, আর তিনিও চান তার সন্তানের মা হতে। তাই-ই এই সিদ্ধান্ত।

৬১ বছরের চেরিল ও বছর চব্বিশের কোয়ারান ম্যাককেইন

৬১ বছরের চেরিল ও বছর চব্বিশের কোয়ারান ম্যাককেইন ছবি: সংগৃহীত

চেরিল ও কোয়ারানের সম্পর্ক নিয়ে অনেকে ভ্রু কুঁচকালেও নিজেদের সম্পর্ককে প্রগাঢ় ভালবাসার প্রকাশ বলেই দাবি করেছেন দু’জন। নেটমাধ্যমেও বেশ জনপ্রিয় তাঁদের এই জুটি। টিকটকে তাঁদের অনুরাগীর সংখ্যা প্রায় ২২ লক্ষ। নেটমাধ্যমে নিয়মিত নিজেদের যৌনজীবন সম্পর্কিত হরেক রকমের তথ্য জানান দম্পতি। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করা হয়েছিল নেটমাধ্যমে। প্রায় ২০ হাজার মানুষ তাঁদের সেই বিয়ের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন