Mohun Bagan

জামশেদপুর ম্যাচে এক পয়েন্ট পেয়ে খুশি নন মোলিনা, ফিনিশিং নিয়ে চিন্তায় বাগান-কোচ

শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেললেও একঝাঁক গোলের সুযোগ নষ্ট করার জন্যই যে জয় হাতছাড়া হল, তা নিয়ে কোনও সন্দেহ নেই মোহনবাগানের কোচ হোসে মোলিনার। দলের ফিনিশিং নিয়ে বেশি চিন্তিত তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৯
football

গ্রেগ স্টুয়ার্টদের খেলায় খুশি নন হোসে মোলিনা। ছবি: সমাজমাধ্যম।

শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেললেও একঝাঁক গোলের সুযোগ নষ্ট করার জন্যই যে জয় হাতছাড়া হল, তা নিয়ে কোনও সন্দেহ নেই মোহনবাগানের কোচ হোসে মোলিনার। দলের ফিনিশিং নিয়ে বেশি চিন্তিত তিনি।

Advertisement

শুক্রবার ইস্পাতনগরীর দলকে তাদের ঘরের মাঠে হারানোর সুবর্ণসুযোগ পেয়েছিল মোহনবাগান। সারা ম্যাচেই দাপট বজায় রেখেছিল তারা। সব মিলিয়ে ১৩টি শটও নেয়, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। মাত্র একটি থেকে গোল করেছে তারা। দুই অর্ধেই আটটি করে গোলের সুযোগ তৈরি করেছে তারা।

স্বাভাবিক ভাবেই এই ফলে সন্তুষ্ট নন সবুজ-মেরুন কোচ। তবে দলের ফুটবলারদের পারফরম্যান্সে গর্বিত। ম্যাচের পর তিনি বলেন, “প্রথমার্ধে আমরা খুবই ভাল খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। দ্বিতীয়ার্ধে ওরা দুই স্ট্রাইকারে খেলা শুরু করার পর আমরা আক্রমণে উঠতে পারিনি। ওরা ম্যাচের কোনও সময়েই আধিপত্য বিস্তার করতে পেরেছে বলে মনে হয় না। তবে গোলটা খুবই ভাল করেছে।”

তাঁর সংযোজন, “গোলের সুযোগ হাতছাড়া হচ্ছে ঠিকই। হয়তো দিনটা আমাদের ছিল না। তবে এই সমস্যা সমাধান করতে আমাদের অনুশীলন করে যেতে হবে। দলের অ্যাটাকাররা গোল করতে পারেনি। ফিনিশিং নিয়ে আমরা প্রচুর পরিশ্রম করি। আমার কোচিং জীবনে এর আগে কোথাও ফিনিশিং নিয়ে এত অনুশীলন করাইনি যেটা এখানে করাই।”

জামশেদপুরের বিরুদ্ধে ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বাগান-অধিনায়ক শুভাশিস বসু। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে জামশেদপুর। ৬০ মিনিটে নাইজেরিয়ার ডিফেন্ডার স্টিফেন এজের গোলে সমতা ফেরায় তারা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে জয়সূচক গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সবুজ-মেরুন ব্রিগেড। তবে গোল করতে পারেনি।

দলের প্রচেষ্টার প্রশংসা করেছেন মোলিনা। বলেছেন, “দ্বিতীয়ার্ধে খেলা ওপেন হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও শেষ কুড়ি মিনিটে আমরা ভাল খেলেছি। অন্তত তিন-চারটে অবধারিত গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হই। সে জন্যই আমি এই ফলে খুশি নই। কারণ ম্যাচটা আমরা জিততে পারতাম।”

তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি স্প্যানিশ কোচ। বলেছেন, “দলের খেলোয়াড়দের জন্য আমি গর্বিত। ম্যাচের শেষ দিকে ওরা যে ভাবে চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে, সমানে গোল করার চেষ্টা করেছে তা প্রশংসার যোগ্য। মাঝেমাঝে এ রকম হয়। জেতার জন্য সব কিছু করেও জেতা যায় না। ফুটবল এ রকমই। পরের ম্যাচে আমাদের আরও ভাল খেলতে হবে।”

Advertisement
আরও পড়ুন