ক্রমেই বেড়ে চলেছে ডেটিং অ্যাপের রমরমা। ছবি: সংগৃহীত
আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে সম্পর্কের সংজ্ঞা। আর এই বদলে যাওয়া সময়ে ক্রমেই বেড়ে চলেছে ডেটিং অ্যাপের রমরমা। অস্থায়ী সম্পর্কই হোক বা স্থায়ী জীবনসঙ্গী, পছন্দের মানুষ খুঁজে নিতে আজকাল অনেকেই ঝুঁকছেন এই ধরনের ডেটিং অ্যাপের দিকে। কিন্তু এ কথা ভুললে চলবে না যে, জনপ্রিয়তা বাড়লেও নেটমাধ্যমে রয়েছে নানা রকম বিপদের আশঙ্কা। জেনে নিন, এই ধরনের অ্যাপ ব্যবহার করলে কী কী ব্যাপারে থাকতে হবে সতর্ক।
১। একই ছবি সব মাধ্যমে ব্যবহার করবেন না। কেউ যদি অনৈতিক ভাবে আপনাকে অনুসরণ করতে চায়, তবে একই ধরনের ছবি একাধিক মাধ্যমে থাকলে সফ্টওয়্যার ব্যবহার করে সহজেই খুঁজে নেওয়া যায় অন্য প্রোফাইলগুলি।
২। অল্প তথ্য থাকলে খুঁটিয়ে দেখুন। একটি মাত্র ছবি, অত্যন্ত অল্প বিবরণ, এই সবই নকল প্রোফাইলের লক্ষণ।
৩। সময় থাকলে কোনও ব্যক্তির সঙ্গে কথা শুরুর আগে বিভিন্ন নেটমাধ্যমে তার উপস্থিতি খুঁটিয়ে দেখে নিন। সন্দেহজনক কিছু বা একাধিক মাধ্যমে স্ববিরোধী তথ্য পেলে যাচাই করে নিন ভাল করে।
৪। নিজের সম্পর্কে অযথা কোনও তথ্য দিয়ে বসবেন না আগেভাগে। তাড়াহুড়ো যত কম করা যায়, ততই ভাল।
অনেক ক্ষেত্রেই নকলনবীশদের কিছু কিছু অতি পরিচিত ফাঁদ থাকে। এই ধরনের কথা উঠলেই হতে হবে সতর্ক। হঠাৎ কোনও সমস্যায় পড়ার নামে টাকা চাওয়া, সঠিক ঠিকানা লুকিয়ে রাখা, শুরুতেই ব্যক্তিগত তথ্য, ছবি চাওয়া বা অতিরিক্ত সহানুভূতি প্রদর্শন, এই সব কিছুই হতে পারে বিপদের ইঙ্গিত।