Relationship Tips

বিজয়ের সঙ্গে সম্পর্কের আগে দু’বার মন ভাঙে তমন্নার! নিজ অভিজ্ঞতা থেকেই প্রেমের ‘সহজ পাঠ’ দিলেন নায়িকা

সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে তমন্নার প্রেমপর্ব নিয়ে চারদিকে কৌতূহল তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সেই কথোপকথনে উঠে এসেছে প্রেম নিয়ে তাঁর ভাবনার কথাও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৬
তমন্না-বিজয়।

তমন্না-বিজয়। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যম জুড়ে এখন রাজত্ব করছে একটিই গানের ভিডিয়ো। ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে তমন্না ভাটিয়ার নাচের চর্চা এখন বিভিন্ন মহলে। সবুজ পোশাকে তমন্নার শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। শুধু অভিনেত্রীর নাচের চর্চাই নয়, সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে তাঁর প্রেমপর্ব নিয়েও চারদিকে কৌতূহল তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সেই কথোপকথনে উঠে এসেছে প্রেম নিয়ে তাঁর ভাবনার কথাও।

Advertisement

দু’বার সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা থেকে তমন্না জানিয়েছেন সেই সময়ের বেশ কিছু ভুল থেকে জীবনে বহু বিষয় শিখেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘‘অনেকের মধ্যেই সঙ্গীকে নিজের মনের মতো করে গড়ে তোলার প্রয়াস লক্ষ করা যায়। তাঁরা যেমন সঙ্গীর খোঁজ করছেন, ঠিক তেমনটা। খানিকটা সঙ্গীর উপর নিজের আধিপত্য প্রয়োগ করার চেষ্টায় থাকেন তাঁরা। এ রকম কখনওই করা উচিত নয়।’’

মিথ্যে কথা বলেন যাঁরা, তাঁদের একেবারেই পছন্দ নয় তমন্নার। অভিনেত্রী বলেন, ‘‘সম্পর্কের ক্ষেত্রে যাঁরা ছোট ছোট ব্যাপারে মিথ্যে কথা বলেন, তাঁদের একেবারেই বিশ্বাস করা উচিত নয়। তাঁরা সত্যি কথা বললেও মনের ভিতর সন্দেহ থেকেই যায়। এতে সম্পর্কে ভাঙন ধরে।’’

সম্পর্ক টিকিয়ে রাখতে পুরুষদের ঠিক কী করা উচিত? জবাবে তমান্না বলেন, ‘‘সঙ্গীর কথা মন দিয়ে শুনতে হবে। সঙ্গী আপনার থেকে সাহায্যের প্রত্যাশা করেছেন, এমনটা কিন্তু না-ও হতে পারে। সঙ্গীর কথা শোনার জন্য যে আপনি রয়েছেন, সেটা বোঝানো ভীষণ দরকার। তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আপনার হাবেভাবে তা বোঝাতে হবে।’’

তমন্নার প্রথম সম্পর্ক যখন ভাঙে, তখন তিনি অল্পবয়সি ছিলেন। তমান্না বলেন, ‘‘ওই অল্প বয়সে একজনের জন্য জীবনের সব চাওয়া-পাওয়া ছেড়ে দিতে পারিনি। সেই সময়ে জীবনে আরও নতুন সঙ্গীর খোঁজে ছিলাম। দ্বিতীয় বার যখন আমার সম্পর্ক ভাঙে, তখন বুঝেছিলাম, শেষ পর্যন্ত হয়তো সেই মানুষটির প্রভাব আমার জন্য ভাল হবে না।’’

Advertisement
আরও পড়ুন