lover

Relationship: অভিমান করেছেন প্রেমিকা? ক্ষমা চাইবেন কী ভাবে

সমস্যার সমাধান করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ভুল স্বীকার করার অভ্যাস। সম্পর্ক মজবুত রাখতে হলে একে-অপরের কথা বুঝতে হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ২১:১২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফের অভিমান করেছেন প্রেমিকা? মান তো ভাঙাতেই হবে। কিন্তু জানেন কি কোন কথা বললে তাঁর মন গলবে?

ভুল সকলের হয়। মতের অমিলও হয়। সম্পর্ক থাকলে কি‌ছু সমস্যা হবেই। কিন্তু তার সমাধানের পথও খুঁজতে হবে নিজেদের।

Advertisement

কী ভাবে তা করবেন?

সমস্যার সমাধান করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ভুল স্বীকার করার অভ্যাস। সম্পর্ক মজবুত রাখতে হলে একে-অপরের কথা বুঝতে হয়। সঙ্গীর পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখে খানিক মানিয়েও চলতে হয়।

আর প্রয়োজন ক্ষমা চাওয়ার ভঙ্গি সম্পর্কেও সচেতনতা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেমন ভাবে ক্ষমা চাইবেন প্রেমিকার কাছে?

১) নিজের ভুল যে বুঝতে পেরেছেন, তা জানান। ইচ্ছা করে যে সঙ্গীকে দুঃখ দেননি তাঁকে, তা প্রকাশ করুন

২) একই পরিস্থিতি যে আর তৈরি হবে না, তা বুঝতে দিন। বলুন, এক ভুল বারবার করেন না

৩) ক্ষমা চাওয়ার অনুমতি নিন। আগের দু’টি ধাপ পেরিয়ে তবে সঙ্গীকে জিজ্ঞেস করুন, ক্ষমা চাইতে পারেন কি না

ভুল হলেই যে প্রেমিকা ক্ষমা করবেন, এমন তো নাও হতে পারে। ক্ষমা চাওয়ার পরেও তাঁর মান না ভাঙতে পারে। তবে মন থেকে চেষ্টা যে করছেন, তা বুঝতে দিন তাঁকে। প্রয়োজনে কথোপকথনের শেষে হাতে লেখা একটি চিঠিও দিন সঙ্গীকে। যে কথা বলার সুযোগ হয়নি, তা লেখা থাকুক তাতে।

আরও পড়ুন
Advertisement