প্রতীকী ছবি।
হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম হঠাৎ বন্ধ। কিন্তু নেটমাধ্যম না থাকলে সময় কাটবে কী করে? এগুলির বিকল্প হিসেবে বড় সংখ্যক মানুষ বেছে নিয়েছিলেন পর্নোগ্রাফি। তেমনই বলছে হালের সমীক্ষা।
৪ অক্টোবর, সোমবার রাতে ফেসবুকের মালিকানাধীন তিনটি নেটমাধ্যমে আচমকা বন্ধ হয়ে যায়। প্রাথমিক ভাবে অনেকেই ভেবেছিলেন, এটি নেটওয়র্কের সমস্যা। কিন্তু পরবর্তী সময়ে টের পাওয়া যায়, সমস্যা এই তিনটি নেটমাধ্যমের নিজেদের। তার পরেই ভিড় বাড়তে থাকে পর্নোগ্রাফির ওয়েবসাইটে।
হালে পর্নোগ্রাফি দেখানো হয় এমন একটি ওয়েবসাইটের পরিসংখ্যান বলছে, যে ক’ঘণ্টা তিনটি নেটমাধ্যম বন্ধ ছিল, সেই সময়ে অন্য সময়ের তুলনায় অনেক বেশি দর্শক এসেছিলেন ওয়েবসাইটটিতে। দর্শকের সংখ্যা প্রতি ঘণ্টায় অন্য সময়ের তুলনায় ৫ লক্ষেরও বেশি বেড়ে গিয়েছিল। ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে, অন্য সময়ে যত দর্শক তাদের ওয়েবসাইটে ঢোকেন, তার চেয়ে ১০.৫ শতাংশ বেশি দর্শক নেটমাধ্যম তিনটি বন্ধ থাকার সময়ে ঢুকেছিলেন।