Disinfectant

কড়া রাসায়নিক নয়, হাতের কাছের কিছু উপাদানেই ঘর হবে জীবাণুমুক্ত

রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া কিছু উপাদান দিয়ে পরিষ্কার করা যায় ঘর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১৪:৫৯
রাসায়নিকের বদলে জীবাণুনাশক হিসেবে কী ব্যবহার করা যেতে পারে?

রাসায়নিকের বদলে জীবাণুনাশক হিসেবে কী ব্যবহার করা যেতে পারে?

করোনা আতঙ্কের পর থেকে ঘর জীবাণুমুক্ত করার বিষয়ে সচেতনতা বেড়েছে। বাজারের নামীদামি ফিনাইল বা জীবাণুনাশক ব্যবহার করেছেন অনেকেই। কিন্তু এ সব রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া কিছু উপাদান দিয়ে পরিষ্কার করা যায় ঘর।

দেখে নেওয়া যাক সেগুলি।

Advertisement

সাদা ভিনিগার: অ্যাসিড হিসেবে রান্নায় ব্যবহার করা হয় এটি। কড়া অ্যাসিড বলেই জীবাণুনাশক হিসেবে এর ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও চটচটে ময়লা তুলে ফেলতে পারে ভিনিগার।

ভদকা: ঠিকই পড়েছেন! পানীয় হিসেবে যেমন অতুলনীয় এটি, তেমনই জীবাণু সাফ করতেও এর জুড়ি মেলা ভার। এতে প্রায় ৪০ শতাংশ ঘনত্বের অ্যালকোহল থাকে। ফলে জীবাণু তো বটেই খুব কড়া দাগও মুছে ফেলতে পারে এটি। এমনকি কভারের কাপড়ের পুরনো বোটকা গন্ধও দূর করতে পারে ভদকা।

লেবু রস: করোনা আতঙ্কের পর থেকে অনেকেই সকালে লেবুর জল খেতে শুরু করেছেন। কিন্তু এর পাশাপাশি লেবুর অন্য গুণও আছে। লেবুর রস জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। তা ছাড়া ধাতব জিনিস লেবু দিয়ে পরিষ্কার করলে সেগুলি উজ্জ্বল হয়।

বাষ্প: ঘরে জলীয় বাষ্প তৈরি করা গেলেও, তার কারণে জীবাণুর উৎপাত কমতে পারে। অনেকেই এই পদ্ধতিতে ঘরকে জীবাণুমুক্ত করেন।

আরও পড়ুন
Advertisement