কেমন হল রাবণের নাচ? ছবি: সংগৃহীত
দশেরা উৎসবে রাবণ পোড়ানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। ঠিক সেই রাবণ দহনের সময়ই ভাইরাল হল এক ‘মানুষ-রাবণ’-এর ভিডিয়ো। টুইটারে ঘুরপাক খাচ্ছে এমন একটি ভিডিয়ো যেখানে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে রাবণের বেশ ধরে তুমুল নাচতে।
টুইটারে ঝড় তোলা সেই ভিডিয়োতে, হরিয়ানার একটি সঙ্গীতের সঙ্গে নাচতে দেখা যায় ওই ব্যক্তিকে। রীতিমতো ঝলমলে পোশাকেই প্রকাশ্য দিবলোকে ‘৫২ গজ কা দামন’ গানের সঙ্গে নাচছিলেন তিনি। মাথায় ছিল মুকুট, গলায় ছিল হলুদ রঙের মালা। হলুদ রঙেরই একটি ধুতিও পরেছিলেন ওই ব্যক্তি। পায়ে অবশ্য ছিল আধুনিক কালো রঙের স্নিকার জুতো।
তাঁকে নাচতে দেখে পাশের দোকান থেকে বার হয়ে আসেন অন্য এক ব্যক্তি। তিনিও বেশ ঝলমলে পোশাকেই ছিলেন। হাতে একটি লাঠি নিয়ে নাচ শুরু করে দেন তিনিও। তবে ভিডিয়োটি ঠিক কোথাকার বা নৃত্যরত ব্যক্তি কে তা অবশ্য জানা যায়নি। রইল সেই ভিডিয়ো।
#WATCH Dancing Ravan 😂
— Ashmita Chhabria (@ChhabriaAshmita) October 5, 2022
📍Somewhere in #India#Dussehra #DussehraMelava #Ravan #RavanaDahan pic.twitter.com/k0J7ju37DY