Aadhaar Card

আধার কার্ড ব্যবহার করে টাকাও তোলা যায়! জানেন, কী ভাবে?

জানেন কি, আধার কার্ড ব্যবহার করেও টাকা তোলা যায়? অনেকের কাছেই বিষয়টি স্পষ্ট নয়। আধার কার্ড দিয়ে যে কেবল টাকা তোলা যায় তা-ই নয়, নগদ টাকা জমা দেওয়াও যাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭
How to withdraw money using Aadhaar Card

আধার কার্ড দিয়ে কী ভাবে টাকা তুলবেন? শিখে নিন পদ্ধতি। ফাইল চিত্র।

ডেবিট কার্ড সঙ্গে নেই? টাকা তুলবেন কী ভাবে ভাবছেন। সঙ্গে আধার কার্ড আছে কি? তা হলেও হবে। জানেন কি, আধার কার্ড ব্যবহার করেও টাকা তোলা যায়? অনেকের কাছেই বিষয়টি স্পষ্ট নয়। আধার কার্ড দিয়ে যে কেবল টাকা তোলা যায় তা-ই নয়, নগদ টাকা জমা দেওয়া বা টাকাপয়সার লেনদেনও করা যায়।

Advertisement

‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (এনপিসিআই) এবং ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরটি অফ ইন্ডিয়া’ (ইউআইডিএআই) নিয়ে এসেছে আধারভিত্তিক টাকাপয়সা লেনদেনের ব্যবস্থা। একে বলা হচ্ছে ‘আধার এনেব্‌লড পেমেন্ট সিস্টেম’ বা এইপিএস। এই এইপিএস হল এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে টাকা তোলা বা জমা দেওয়া অথবা কাউকে টাকা পাঠানোও যাবে কেবল মাত্র ১২ সংখ্যার আধার নম্বর ব্যবহার করেই। এমনও যদি হয় যে, সঙ্গে আধার কার্ড নেই কিন্তু আধার নম্বরটি মনে আছে, তা হলেও হবে। আধার নম্বর দিয়েই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অথবা মাইক্রো এটিএমের সাহায্যে টাকাপয়সার লেনদেন করা যাবে।

আধার দিয়ে কী ভাবে টাকা তুলবেন?

ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বর সংযুক্ত থাকতে হবে। না হলে টাকা তোলা যাবে না। আরও একটি ব্যাপার হল, যে ব্যাঙ্ক থেকে টাকা তুলবেন, সেখানে এইপিএস ব্যবস্থা থাকতে হবে। না হলে টাকা তোলা যাবে না। অথবা একমাত্র তাদেরই মাইক্রো এটিএমেই টাকা তুলতে পারবেন। তবে সে ক্ষেত্রেও মাইক্রো এটিএমে এইপিএস ব্যবস্থা থাকতে হবে। সাধারণত মাইক্রো এটিএমে তেমন ব্যবস্থা থাকে। পোস্ট অফিসে গিয়েও এই ভাবে টাকা তুলতে পারেন।

টাকা তোলার জন্য প্রথমে এইপিএস সিস্টেমে বা মাইক্রো এটিমে ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন। এর পর বায়োমেট্রিক অথেন্টিকেশন জরুরি। তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে নিজের বুড়ো আঙুলটি জোরে চাপ দিতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশনের পরেই আপনাকে টাকা তোলার অপশন দেওয়া হবে। কত টাকা তুলতে চান, সেটি লিখলেই আপনার মোবাইলে এসএমএস আসবে। আপনার অ্যাকাউন্ট থেকে সেই পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। ব্যাঙ্কের কর্মী বা পোস্ট অফিসের কর্মী সেই টাকা আপনার হাতে দিয়ে দেবেন। এই পদ্ধতিতে দিনে ১০ হাজার থেকে ৫০ হাজার অবধি নগদ টাকা তোলা যাবে।

এইপিএস ব্যবস্থায় টাকা তুলতে হলে নিরাপত্তার দিকটিও মাথায় রাখতে হবে। কখনওই কাউকে আধার নম্বরটি দেখাবেন না বা দেবেন না। নিজের মোবাইলের সফ্‌টঅয়্যার আপডেট করে রাখুন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে দেখেশুনেই নিজের আঙুলের ছাপ দেবেন। কোনও রকম সংশয় থাকলে ব্যাঙ্কের সাহায্য নিন।

Advertisement
আরও পড়ুন