Whatsapp

একই নম্বর থেকে দুটি আলাদা ফোনে একই সময়ে হোয়াটস্‌অ্যাপ করবেন কী ভাবে? শিখে নিন পদ্ধতি

এখন দুটি আলাদা ফোন থেকে একই সময়ে একই হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে। কেবল দুটি ডিভাইস নয়, চাইলে একসঙ্গে চারটি ডিভাইসেও খোলা যাবে হোয়াট্‌সঅ্যাপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:১০
How to use same whatsapp number on two mobiles, here are the steps

দুটি আলাদা ফোনে একই সময়ে একই হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন কী ভাবে? ফাইল চিত্র।

একটি ফোনে হোয়াট্‌সঅ্যাপ চালু থাকলে, সেটি লগ আউট না করা অবধি অন্য ফোনে হোয়াট্‌সঅ্যাপ খোলাই যেত না এত দিন। ফলে যদি দুটি ফোন থাকে, তা হলে একই সময়ে দুটি ফোনে একই হোয়াটস্‌অ্যাপ অ্যাকাউন্ট খোলাও যেত না। চাইলেও দুটি ফোন থেকে একই সময়ে হোয়াট্‌সঅ্যাপে চ্যাট করা বা মেসেজ করাও যেত না। এত দিন এই বিষয়টি নিয়ে সমস্যা হচ্ছিল। কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোনের বিটা ভার্সনে এই সমস্যার সমাধান করে দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। এখন দুটি আলাদা ফোন থেকে একই সময়ে একই হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে। কেবল দুটি ডিভাইস নয়, চাইলে একসঙ্গে চারটি ডিভাইসেও খোলা যাবে হোয়াট্‌সঅ্যাপ।

Advertisement

কী ভাবে তা সম্ভব?

প্রথমে যে ফোনে হোয়াট্‌সঅ্যাপ ইনস্টল করা আছে সেটি খুলুন।

এ বার উপরে ডান দিকে যে তিনটি বিন্দু আছে, সেখানে ক্লিক করে ড্রপ ডাউন মেনুতে গিয়ে সেটিংস অপশনে যান।

সেটিংস খুলে সেখানে দেখবেন ‘লিঙ্কড্ ডিভাইস’ বলে একটি অপশন আছে। সেটিতে ক্লিক করুন। দেখবেন, কিউআর কোড স্ক্যানার খুলে যাবে।

এ বার অন্য ফোনটিতে যদি হোয়াট্‌সঅ্যাপ ইনস্টল না করা থাকে, তা হলে গুগ্‌ল প্লে স্টোরে গিয়ে আগে ইনস্টল করে নিন।

হোয়াট্‌সঅ্যাপ ইনস্টল হয়ে গেলে সেটি খুলুন। দ্বিতীয় ফোনের নম্বর যেহেতু আলাদা তাই সেখানে হোয়াট্‌সঅ্যাপের অ্যাকাউন্টও আলাদাই হবে। কিন্তু আপনি আগের নম্বর থেকেই হোয়াট্‌সঅ্যাপ করতে চান। তা হলে একই ভাবে দ্বিতীয় ফোনের হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্টের উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করুন।

ড্রপ ডাউন মেনু খুললে সেখানে ‘লিঙ্ক অ্যাস এ কম্প্যানিয়ন ডিভাইস’ অপশনে যান। সেখানেও একটি কিউআর স্ক্যানার খুলবে। এ বার দ্বিতীয় ফোনের কিআরআর কোড স্ক্যানার দিয়ে প্রথম ফোনের কিউআর কোডটি স্ক্যান করুন। যদি ঠিক ভাবে করতে পারেন, তা হলে দুটি ফোনেই একই হোয়াট্‌সঅ্যাপ খুলে যাবে। একই সময়ে দুটি ফোনেই মেসেজ দেখতে পারবেন।

Advertisement
আরও পড়ুন