Sunday Plan

ছুটির দিনটা একটু অন্য রকম ভাবে কাটাতে চান? কী কী করতে পারেন?

ছুটির দিন মানেই বাইরে গিয়ে হইহুল্লোড় করতে হবে, তা-ও কিন্তু নয়। রবিবারটা একটু অন‍্য রকম ভাবে কাটাতে চান? রইল তার সুলুকসন্ধান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১০:২১
রবিবার বাকি দিনগুলির চেয়ে আলাদা হোক।

রবিবার বাকি দিনগুলির চেয়ে আলাদা হোক। ছবি: সংগৃহীত।

সারা সপ্তাহ পরিশ্রম করার রসদ জোগায় রবিবার। অফিস যাওয়ার তাড়া নেই। তড়িঘড়ি রান্না করার চাপ নেই। সব কিছুই ধীরেসুস্থে করলেও অসুবিধা নেই। কিন্তু সপ্তাহভর অফিস আর বাড়ি করতে গিয়ে ছুটির দিনের পরিকল্পনাটাই করা হয়ে ওঠে না। ছুটির দিন মানেই বাইরে গিয়ে হইহুল্লোড় করতে হবে, তা-ও কিন্তু নয়। রবিবারটা একটু অন‍্য রকম ভাবে কাটাতে চান? রইল তার সুলুকসন্ধান।

Advertisement

১) সকাল সকাল অফিসে বেরিয়ে যেতে হয় তাই রাত জাগারও অবকাশ নেই। বই পড়তে যাঁরা ভালবাসেন তাঁদের বই পড়ার সময় নেই। এই দিনটি বইয়ে মুখ গুঁজেও কাটিয়ে দিতে পারেন। সঙ্গে মাঝেমাঝে গরম কফির সঙ্গে তেলেভাজা হলে তো কথাই নেই। নির্ভেজাল সাহিত্যের সঙ্গে রবিবারের ছুটিটা মন্দ কাটবে না।

২) যাঁরা স্বাস্থ্য সচেতন তাঁরা রবিবার সকালটা রাখতে পারেন শরীরচর্চার জন্য। তার সঙ্গে বিকেলে জুড়ে দিন যে কোনও কিছু। বই পড়াও হতে পারে, পরিবারের সঙ্গে সময় কাটানোও হতে পারে, বিউটি পার্লারে যাওয়াও হতে পারে। সঙ্গে থাকতে পারে দুপুরের ভাত-ঘুম।

৩) রবিবার সকলেই প্রায় সারা সপ্তাহের বাজারটা সেরে ফেলেন। না হলে আর সময় নেই। সকাল সকালই সেরে ফেলতে পারলে আরও ভাল। বিকেলটা রাখুন এই সপ্তাহে যে নতুন সিনেমাটি রিলিজ় করেছে তার জন্য। সিনেমা দেখে, ডিনারটা বাইরে সেরেই ফিরুন। পরিবারও খুশি, আপনিও পরের সপ্তাহটা দারুণভাবে শুরু করতে পারবেন।

Advertisement
আরও পড়ুন