ট্রেকিংয়ে নোংরা হয়ে যাওয়া জুতো পরিষ্কার রাখবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।
বাড়ি থেকে ঝেড়ে, মুছে পরিষ্কার করে জুতো বাক্সবন্দি করলেন। কিন্তু ট্রেকিং শুরু হতেই জুতোর অবস্থা বেহাল হয়ে গেল। এমনটাই হয়। পাহাড় হোক বা জঙ্গল, কেউ ট্রেকিংয়ে যান, কেউ আবার হাইকিং। তবে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে জুতোর অবস্থা এক দিনেই বেহাল হয়ে যায়। কখনও ধুলোর আস্তরণ পড়ে, আবার বর্ষার দিন হলে কাদাও লেগে যায়। জুতো ভিজে যাওয়ার সমস্যাও থাকে।
ট্রেকিং-এর জন্য দামি জুতো ব্যবহার করলে তার যথাযথ যত্ন নেওয়াও জরুরি। বেড়ানোর মধ্যেই কী ভাবে পরিচ্ছন্ন রাখবেন জুতো জোড়া?
নরম ব্রাশ: বেড়াতে যাওয়ার সময় লাগেজ ভারী করতে না চাইলে জুতো পরিষ্কারের জন্য দাঁত মাজার ব্রাশও রাখতে পারেন। দিনের শেষে ব্রাশ দিয়ে ধুলো ঝেড়ে ফেলুন। তবে দাঁত মাজার ব্রাশের বদলে জুতো পরিষ্কারের নরম ব্রাশ সঙ্গে রাখতে পারলে সুবিধা বেশি হবে।
কাদা: জুতোয় কাদা লেগে জমে গেলে শুধু ব্রাশে ঝেড়ে ফেলা যায় না। উষ্ণ জলে সাবান গুলে দাঁত মাজার ব্রাশের সাহায্যে জুতোয় লেগে থাকা কাদা পরিষ্কার করে নিন। এতে জুতো ভিজে যাবে না। যেটুকু ভিজবে তা রাতেই শুকিয়ে যাবে।
দুর্গন্ধ: দিনভর জুতো পরে হাঁটার ফলে দুর্গন্ধ হয়। এ ক্ষেত্রে সহজ উপায় হল, জুতোর মধ্যে থাকা ‘ইন সোল’ বা যে সোলটি খুলে ফেলা যায়, সেটি বার করে নেওয়া। তার পর ভিতরে কিছুটা খবরের কাগজ ভরে দিন। ঘামের ফলে পায়ের চেটোয় জীবাণুর সংক্রমণ হয়, দুর্গন্ধ হয় জুতোতেও। কাগজ জুতোর ভিজে ভাব টেনে নেবে।
জুতো ভিজে গেলে?
দিনভর হাঁটতে গিয়ে জল গেলে জুতো ভিজে যেতেই পারে। অনেকেই আগুনের ধারে বা ঘরে হিটার থাকলে তার সামনে জুতো দিয়ে রাখেন শুকোনোর জন্য। এতে জুতোর ক্ষতি হতে পারে। তা হলে করণীয় কী? প্রথমেই জুতোর ফিতে, ভিতরের সোল খুলে শুকোতে দিন। জুতোটি খোলা হাওয়ায় রাখুন। বেশি ভিজে গেলে খবরের কাগজ মুড়ে ভিতরে ঢুকিয়ে দিন। জুতোর জল টেনে নেবে কাগজ।