Mangsher Khichuri

স্বাদ বদল করতে নিরামিষ খিচুড়িতে দিন মাংসের টুইস্ট! কী ভাবে রাঁধবেন? রইল রেসিপি

নিরামিষ খিচুড়ির সঙ্গে আর ইলিশ খেতে ইচ্ছে করছে না। বদলে মাংস খাবেন। কিন্তু কোন পদ রাঁধবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ২০:৫৩
Image of Mangsher Khichuri.

ছবি: আয়েশা সিদ্দিকি।

বৃষ্টির নাম শুনলেই তো খিচুড়ির কথা মনে পড়ে। তবে বৃষ্টিতে নিরামিষ খিচুড়ি না খেয়ে বানিয়ে ফেলতে পারেন মুরগির মাংসের খিচুড়ি। কিন্তু কী ভাবে বানাবেন? চটজলদি মাংসের খিচুড়ি তৈরির রেসিপি রইল এখানে।

Advertisement

উপকরণ

মুরগির মাংস: ৫০০ গ্রাম

গোবিন্দভোগ চাল: ১ কাপ

মুগডাল: ১ কাপ

পেঁয়াজ কুচি: আধ কাপ

পেঁয়াজ বাটা: ১ টেবিল চামচ

আদা বাটা: ১ টেবিল চামচ

রসুনবাটা: ২ টেবিল চামচ

টক দই: আধ কাপ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

চামচ ঘি: ৩ টেবিল চামচ

দারচিনি: ২টি

এলাচ: ৪ টি

লবঙ্গ: ৪টি

তেজপাতা: ২টি

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: সামান্য

প্রণালী

১) প্রথমে ডাল শুকনো খোলায় ভেজে নিন। তার পর জল দিয়ে ধুয়ে রাখুন।

২) মুরগির মাংস ধুয়ে টক দই, নুন, হলুদ, জিরে, ধনে, মাখিয়ে রাখুন।

৩) ওই তেলে ফোড়ন হিসাবে দিন গোটা গরম মশলা। এ বার পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা দিয়ে ভাল করে নেড়ে নিন।

৪) মাংস দিয়ে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে আধ সেদ্ধ মাংস সরিয়ে রাখুন।

৫) অন্য একটি কড়াইতে ঘি গরম করতে দিন। এর মধ্যে দিন তেজপাতা। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিন।

৬) চাল-ডাল দিয়ে নাড়তে থাকুন। সামান্য ভাজা হয়ে এলে জল দিয়ে ফুটতে দিন।

৭) খানিকটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন কষিয়ে রাখা মুরগির মাংস।

৮) ভাল করে নাড়াচাড়া করে আরও কিছু ক্ষণ সেদ্ধ হতে দিন।

৯) উপর থেকে লঙ্কা এবং ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন