Anushka Sharma

ওয়াংখেড়েতে অনুষ্কার কো-অর্ড সেটটি নজর কেড়েছে অনুরাগীদের! কত দামে কিনতে পারবেন পোশাকটি?

বুধবারের ম্যাচে বিরুষ্কার বেশ কিছু প্রেমঘন মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এ ছাড়াও অনুরাগীদের নজরে এসেছে ওয়াংখেড়েতে অনুষ্কার পোশাক। কত দাম পোশাকটির?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৩:৩৪
How much the Anushka Sharma’s outfit costs which she wore to India vs New Zealand World Cup semi final match.

বুধবার অনুরাগীদের নজরে এসেছে ওয়াংখেড়েতে অনুষ্কার পোশাক। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করেছেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে বিরাটের ৫০তম শতরানের সাক্ষী থেকেছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। শতরান শেষে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েই গ্যালারিতে স্ত্রীয়ের দিকে তাকিয়েছিলেন কোহলি। গ্যালারি থেকেই বিরাটকে চুমু ছুড়ে দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

ম্যাচ চলাকালীন সারা ক্ষণ বিরাট ও ভারতীয় দলকে উৎসাহ দিয়েছেন অনুষ্কা। আউট হওয়ার পর সাজঘরে ফিরে কখনও বিরাট গ্যালারিতে খুঁজে বেড়াচ্ছেন অনুষ্কাকে, কখনও আবার দম্পতি একে অপরের উদ্দেশে ছু়ড়ে দিচ্ছেন স্নেহের চুম্বন— বুধবারের ম্যাচে বিরুষ্কার বেশ কিছু প্রেমঘন মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এ ছাড়াও অনুরাগীদের নজরে এসেছে ওয়াংখেড়েতে অনুষ্কার পোশাক। বুধবার অভিনেত্রীর পরনে ছিল সাদা ঢিলেঢালা কো-অর্ড সেট। পোশাক জুড়ে নকশা করা ফ্লোরাল প্রিন্ট। বলিপাড়ায় গুঞ্জন, অনুষ্কা অন্তঃসত্ত্বা। বেশি কিছু ভিডিয়োতে ধরা পড়েছে অভিনেত্রীর স্ফীতোদর। কিছু দিন ধরেই অনুষ্কাকে ঢিলেঢালা আরামদায়ক পোশাকেই দেখা যাচ্ছে। বুধবারেও চোখে পড়ল একই ছবি।

How much the Anushka Sharma’s outfit costs which she wore to India vs New Zealand World Cup semi final match.

অনুষ্কার পরনের কো-অর্ড সেটটি পোশাকশিল্পী ধ্রুব কপূরের নকশা করা। ছবি: রয়টার্স।

অনুষ্কার পরনের কো-অর্ড সেটটি পোশাকশিল্পী ধ্রুব কপূরের নকশা করা। অনলাইনেই পেয়ে যাবেন এই কো-অর্ড সেটটি। শুধু প্রিন্টেট শার্টটি কিনতে চাইলে দাম পড়বে ১৯,৫০০ টাকা। তবে পুরো সেটটির দাম ২৭,৫০০ টাকা।

Advertisement
আরও পড়ুন