Jade Plant

হলদে হয়ে দু’দিনেই পাতা ঝরে শুকিয়ে গেল শখের জ়েড প্ল্যান্ট, কোন ভুলে এমন হয়?

অন্দরসজ্জার জন্য কেনা জ়েড প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে? কেন এমনটা হয়?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২০:০৪
জ়েড প্ল্যান্ট পরিচর্যার নিয়মকানুন।

জ়েড প্ল্যান্ট পরিচর্যার নিয়মকানুন। ছবি: ফ্রিপিক।

কাজ করার টেবিলে সাজিয়ে রেখেছিলেন জ়েড প্ল্যান্ট। নিয়ম করে রোদেও রাখছিলেন। যত্নআত্তিতে বেড়েও উঠছিল গাছটি। হঠাৎ একটা-দুটো পাতা হলুদ হয়ে গেল। আর তার পর দু’দিনেই শুকিয়ে গেল গাছ?

Advertisement

এমন সমস্যা কিন্তু খুবই সাধারণ। অনেকেরই অভিযোগ, জ়েড প্ল্যান্ট বাঁচাতে পারেননি। জল দিয়ে, হালকা রোদে রাখার পরেও গাছ কেন বাঁচল না জানা নেই। কোন ভুলে এমনটা হয়?

গাছপালা নিয়ে যাঁরা চর্চা করেন তাঁরাই বলছেন, জ়েড প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে।

প্রথমত, জল যদি বেশি দেওয়া হয় বা একেবারেই না দেওয়া হয়। দ্বিতীয়ত, গাছের প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে পারে।

তৃতীয়ত, উপযুক্ত রোদ না পেলে এমনটা হওয়া সম্ভব।

চতুর্থত, তাপমাত্রা উপযোগী না হলেও গাছের পাতা ঝরে যেতে পারে।

জ়েড প্ল্যান্ট সাধারণত অল্প যত্নআত্তিতেই বেঁচে থাকে। ঘরের ভিতরে রাখার জন্য এই গাছটির কদর। অন্দরসজ্জায় বহুল ব্যবহৃত গাছটি ভাল থাকবে কী করে? কোন ভুলে তা শুকিয়ে যেতে পারে?

জল: গাছের গোড়ায় জল জমলে, জ়েড প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যেতে পারে। জল দেওয়ার আগে দেখে নিতে হবে মাটিতে আর্দ্রতা রয়েছে কি না। ভিজে ভাব থাকলে মোটেই জল দেওয়া যাবে না। মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে। তবে ছিটেফোঁটা নয়, বেশ ভাল ভাবে। তবে দেখতে হবে জল যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়।

সার: গাছের বেড়ে ওঠার জন্য পুষ্টির অভাব হলেও পাতা ঝরে তা শুকিয়ে যেতে পারে। নাইট্রোজেন এবং পটাশিয়ামের অভাব হলে গাছের পাতা হলুদ হতে পারে। এ জন্য গাছের উপযোগী তরল সার ব্যবহার করতে পারেন। তবে তা যেন অতিরিক্ত না হয়।

সূর্যালোক: চড়া রোদ গাছের জন্য ভাল নয়। কিন্তু ঘরের মধ্যে আছে বলে একেবারে রোদ না পেলেও মুশকিল। ফলে রোদের তাপ আসে কিন্তু ছায়া এমন জায়গায় কয়েক ঘণ্টা গাছটি রাখতে হবে।

তাপমাত্রা: মোটামুটি ১৫-২৪ ডিগ্রি তাপমাত্রা গাছের জন্য আদর্শ। অতিরিক্ত গরমেও কিন্তু এর পাতা ঝরে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন