অর্জুন কপূর। ছবি: সংগৃহীত।
এ বার জালিয়াতদের নিশানায় অভিনেতা অর্জুন কপূর। খবর পেতেই আগাম অনুরাগীদের সাবধান করলেন অভিনেতা। অর্জুন জানিয়েছেন, নিজেকে তাঁর আপ্তসহায়ক দাবি করে প্রতারণার ফাঁদ পেতেছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
অনুরাগীদের সাবধান করতে অর্জুন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন। সেখানে অভিনেতা লেখেন, ‘‘জানতে পেরেছি, সমাজমাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে মানুষের সঙ্গে আমার ম্যানেজার পরিচয় দিয়ে যোগাযোগ করা হচ্ছে এবং বলা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। দয়া করে জেনে রাখুন, এই মেসেজগুলো ভিত্তিহীন এবং আমার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।’’
অর্জুন তাঁর অনুরাগীরদের উদ্দেশে অনুরোধ করেছেন, এই ধরনের কোনও অনুরোধ এলে সঙ্গে সঙ্গে যেন অভিযোগ জানানো হয়। অর্জুন লেখেন, ‘‘এই ধরনের কোনও লিঙ্কে যেন কেউ ক্লিক না করেন এবং কোনও রকম ব্যক্তিগত তথ্য ভাগ না করেন।’’
চলতি বছরে ‘সিংহম আগেন’ ছবিতে খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অর্জুন। তাঁর অভিনীত ‘ডেঞ্জার লঙ্কা’ চরিত্রটি দর্শক পছন্দ করেছেন। পাশাপাশি মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ নিয়েও চর্চায় রয়েছেন অর্জুন। সম্প্রতি এই প্রসঙ্গে মন্তব্যও করেছেন অভিনেতা। অর্জুন বলেছেন, ‘‘এখন তো আমি ‘সিঙ্গল’। আপনারা একটু শান্ত হোন।’’