কী ভাবে ভাল থাকবে মানি প্ল্যান্ট? ছবি: সংগৃহীত।
কাজ করার টেবিলে মানি প্ল্যান্ট রেখেছেন। চাইছেন সেই গাছ দিয়ে ঘর সাজাতে। কিন্তু অল্প যত্নে বেড়ে ওঠে মানে, গাছটির জন্য পরিচর্যার প্রয়োজন নেই তা কিন্তু নয়। কী ভাবে ভাল থাকবে মানি প্ল্যান্ট?
গাছ বেড়ে ওঠার শর্ত
প্রয়োজন মতো জল
সূর্যালোক, তবে সরাসরি নয়
কাটছাঁট
রোগের হাত থেকে রক্ষা
প্রয়োজনমতো সার
কী ভাবে যত্ন নেবেন?
১. মানি প্ল্যান্টে জল দেবেন, কিন্তু কখন, কতটা জল লাগবে? অতিরিক্ত জল দিলে গোড়া পচে যাবে। কম জল দিয়ে গাছ শুকিয়ে যাবে। গাছ নিয়ে যাঁরা চর্চা করেন তাঁরা বলছেন, মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে ভাল করে। আবার অপেক্ষা করতে হবে যত ক্ষণ না মাটি শুকিয়ে যাচ্ছে। ৫-৬ দিন অন্তর জল দিলেই চলবে।
২. মাটি হতে হবে আলগা। ভাল ভাবে আলো-হাওয়া চলাচলের উপযুক্ত। মাঝেমধ্যে মাটি খুঁড়ে দিতে হবে। আর ৪-৬ সপ্তাহ অন্তর তরল জৈব সার প্রয়োগ করতে পারেন।
৩. এই গাছ ঘরে ভাল থাকে বলে একেবারেই রোদের দরকার নেই, তা কিন্তু নয়। বরং জানলার পাশে যেখানে রোদের তাপ থাকে, হালকা সূর্যালোক থাকলেও সরাসরি রোদ পড়ে না তেমন জায়গায় রাখতে পারেন।
৪. মাঝেমধ্যে গাছের নীচের পাতা এবং কাণ্ড ছেঁটে দিতে হবে। না হলে গাছটি এলোমেলো ভাবে বেড়ে যাবে। দেখতেও ভাল লাগবে না।
সমস্যা: পাতা ঝরে পড়া, হলদে হয়ে যাওয়া, বাদামf হয়ে যাওয়া এই গাছের সাধারণ সমস্যা। অনেক সময় বিভিন্ন রকম পোকামাকড়ের উৎপাত হয় গাছে। জল বেশি দেওয়া হলে, গোড়া পচে যেতে পারে। গাছে কোন ধরনের সমস্যা হচ্ছে তা দেখে সমাধান খুঁজতে হবে।