Pothos Plant Care

ঘর সাজাতে পোথোস কিনেছেন, কিন্তু গাছ ক্রমশ শুকিয়ে যাচ্ছে? কী ভাবে যত্ন করবেন?

অন্দরসজ্জার জন্য পোথোস কিনেছেন। হঠাৎ করেই গাছের পাতা হলদে হয়ে গাছ শুকিয়ে যাচ্ছে। কেন এমনটা হয়? কী ভাবে যত্নে রাখবেন গাছটি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:১৭
বাড়িতে পোথোস রয়েছে। গাছটি কী ভাবে ভাল থাকবে?

বাড়িতে পোথোস রয়েছে। গাছটি কী ভাবে ভাল থাকবে? ছবি: সংগৃহীত।

অন্দরসজ্জার জন্য গাছ কিনেছেন। সেই তালিকায় রয়েছে পোথোস? পানপাতার মতো দেখতে পোথোস ঝোলানো টবে রাখলে দেখতে বেশ লাগে। ঘরের আনাচকানাচে সাজিয়ে রাখা যায়। বেশি যত্নআত্তির দরকার হয় না বলে অন্দরসজ্জায় পোথোস খুব জনপ্রিয়।

Advertisement

কিন্তু হঠাৎ করেই কি গাছটি শুকিয়ে যাচ্ছে? কেন এমন হতে পারে?

পোথোসের জন্য বেশি যত্নআত্তির দরকার না হলেও যে কোনও গাছের বেড়ে ওঠার জন্য কিছু শর্ত রয়েছে।

সূর্যালোক: পোথোস অল্প আলোয় বেড়ে ওঠে। গাছটির জন্য সরাসরি সূর্যালোক ক্ষতিকর। আবার একেবারে আলো-হাওয়া না পেলেও গাছ বাঁচে না। পোথোস এমন কোথাও রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো না পড়লেও, রোদের তাপ থাকবে। গাছের পাতা যদি বিবর্ণ হতে শুরু করে তা হলে দেখতে হবে গাছে রোদ পড়ছে কি না। কিংবা একেবারে আলো না পেলেও পোথোসের পাতার রং বদল হতে পারে।

মাটি: খুব বেশি সারের দরকার হয় না। তবে টবের মাটির জল নিষ্কাশন ব্যবস্থা ভাল হওয়া দরকার। ৬.১-৬. ৮ পিএইচ মাত্রার মাটি এই গাছের জন্য আদর্শ।

জল: গাছের মাটির উপরিভাগ শুষ্ক হয়ে গেলে জল দিতে হবে। সপ্তাহে তিন দিন জল দিলে যথেষ্ট। নিয়মিত জল দিলে গাছের ক্ষতি হতে পারে। গাছের গোড়ায় কোনও ভাবেই জল বসা চলবে না।

কাটছাঁট: পোথোস দ্রুত বাড়ে। গাছটি যাতে দেখতে ভাল লাগে সে জন্য কাটছাঁট দরকার। গাছের বৃদ্ধিও এতে ভাল হয়।

পোকামাক়ড়: মিলি বাগ, স্পাইডার মাইট্‌সের মতো পোকামাকড়ের আক্রমণ হয় গাছে। এমনটা হলে পাতায় ছোপ হতে পারে, গোড়া পচে যেতে পারে, পাতা ঝরতে পারে। সে ক্ষেত্রে নিম অয়েল বা সাবান জল স্প্রে করতে পারেন।

Advertisement
আরও পড়ুন