Stain Removing Hacks

বিয়ে বাড়িতে কষা মাংসের ঝোল পড়েছে পছন্দের শার্টে! কী ভাবে সেই দাগ তুলবেন?

বিয়েবাড়িতে যদি একটু এমন ঘটনা না-ই ঘটল তা হলে আর বিয়েবাড়ি কিসে। দাগ তোলার অনেক রকম উপায় আছে। জেনে নিলেই পছন্দের পোশাক হবে নতুনের মতোই ঝকঝকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২০:১৩

ছবি : সংগৃহীত।

বিয়ের মরসুম চলছে। বিয়েবাড়িতে জমিয়ে চলছে খাওয়াদাওয়াও। সঙ্গে সাজগোজ। পছন্দের শাড়ি, শার্ট, পাঞ্জাবি বেরোচ্ছে আলমারি থেকে। হালকা শীতে কেউ কেউ ধবধবে কাশ্মীরি শালও জড়িয়ে নিচ্ছেন গায়ে। কিন্তু সেই সাধের পোশাকেই যদি কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া করতে গিয়ে পড়ে তরকারির ঝোল! তখনও কি মনে হবে, ‘‘দাগ অচ্ছে হ্যায়!’’

Advertisement

কিন্তু বিয়েবাড়িতে যদি একটু এমন ঘটনা না-ই ঘটল তা হলে আর বিয়েবাড়ি কিসের। দাগ তোলার অনেক রকম উপায় আছে। জেনে নিলেই পছন্দের পোশাক হবে নতুনের মতোই ঝকঝকে।

১। সামান্য বাসন ধোয়ার তরল সাবান নিয়ে দাগের উপরে ভাল ভাবে ঘষে দিন। দ্রুত হালকা হবে দাগ। তারপরে জল দিয়ে রগড়ে ধুয়ে ফেলুন।

২। এক টেবিল চামচ ভিনিগার আর দুই টেবিল চামচ বেকিং সোডার একটা মিশ্রণ তৈরি করে লাগিয়ে নিন দাগের উপর। এ বার একটি ব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে দাগ তোলার চেষ্টা করুন। ১০-১৫ মিনিট রেখে দিন। তার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

৩। ব্লটিং পেপার বা কাগজের টিস্যু দিয়ে অতিরিক্ত তেল-মশলা মুছে ফেলুন। বাজারে এখন নানা ধরনের স্টেন রিমুভার পাওয়া যায়। তেমন কোনও স্টেন রিমুভার দাগের উপর লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কিন্তু ওই ধরনের দাগে কখনওই গরম জল ব্যবহার করবেন না। গরম জল দাগ আরও বসিয়ে দেয়।

Advertisement
আরও পড়ুন