শীতে শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? কী ভাবে বাঁচাবেন? ছবি: সংগৃহীত।
তুলসী গাছ বেশ ভালই বেড়়ে উঠছিল। কিন্তু শীতকাল পড়তেই পাতা ঝরে একদম শুকিয়ে গেল। ঠান্ডা বেশি পড়লে অনেক সময়ই পাতা ঝরে শুকিয়ে মরে যায় তুলসী গাছ। শীতের দিনে গাছ বাঁচাতে কী কী করবেন?
১. যে জায়গায় গাছটি রয়েছে, সেখানে পর্যাপ্ত রোদ আসে তো? না হলে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে টবে গাছ থাকলে দিনে অন্তত ঘণ্টা ৫-৬ তা রোদে বসিয়ে রাখা দরকার।
২. তবে গাছে জল দিতে হবে কখন? মাটি শুকিয়ে গেলে জল দিন। তবে জল যেন গাছের গোড়ায় না জমে। শীতের দিনে একেবারে জল না দিলেও যেমন হবে না, তেমন প্রতিদিন জলের প্রয়োজন না-ও পড়তে পারে।
৩. টবের আকার ঠিক আছে তো? ছোট টবে গাছ বসিয়েছিলেন। এখন তা বেশ বেড়ে উঠেছে। টব বেশি ছোট হলে গাছ শিকড় ছড়াতে পারবে না। ফলে গাছের জন্য সঠিক আকারের টব বেছে নেওয়া জরুরি। ১০ ই়ঞ্চি ব্যাসের টব এই গাছের জন্য ঠিকঠাক।
৪. টবের মাটি মাঝেমধ্যে খুঁড়ে দেন কি? সাধারণত এই গাছ খুব অল্প যত্নেই বেড়ে ওঠে। তবে মাঝেমধ্যে মাটি খুঁড়ে দিলে আলো-হাওয়া ভাল ভাবে চলাচল করতে পারে।
৫. খুব বেশি ঠান্ডা পড়লে টবে থাকা তুলসী গাছ ছাউনির নীচে রাখতে পারেন। এতে কিছুটা হলেও লাভ হতে পারে।