Ambedkar Remarks Row

অম্বেডকর: আক্রমণই সেরা রক্ষণ, কৌশল এনডিএ-র

কংগ্রেস-সহ বিরোধী শিবিরের অভিযোগ, সংসদে সংবিধান সংক্রান্ত বিতর্কে বি আর অম্বেডকর সম্পর্কে ‘অসম্মানসূচক’ মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী শিবির।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৭:২১
অমিত শাহ।

অমিত শাহ। —ফাইল চিত্র।

অম্বেডকর বিতর্কের মোকাবিলায় আক্রমণাত্মক ভাবে মাঠে নামার পরিকল্পনা নিলেন এনডিএ নেতৃত্ব। আজ এনডিএ-র বৈঠকে ঠিক হয়েছে, নতুন বছরের গোড়া থেকে আগামী এক মাস কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বিভিন্ন শহরে ‘ইন্ডিয়া’র দলিত-বিরোধী চরিত্র তুলে ধরে প্রচারে নামানো হবে।

Advertisement

কংগ্রেস-সহ বিরোধী শিবিরের অভিযোগ, সংসদে সংবিধান সংক্রান্ত বিতর্কে বি আর অম্বেডকর সম্পর্কে ‘অসম্মানসূচক’ মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী শিবির। তাতে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। এ বার পাল্টা আক্রমণে নামার রণকৌশল নেওয়া হল আজকের এনডিএ বৈঠকে। বিজেপি সভাপতি জে পি নড্ডার বাড়িতে হওয়া বৈঠকে আজ উপস্থিত ছিলেন শাহ-সহ দলের শীর্ষ নেতারা এবং শরিক নেতারা। সূত্রের খবর, বৈঠকে নেতারা জানিয়েছেন, অম্বেডকর-বিতর্কে এনডিএ-র ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তার মোকাবিলা না করলে বিহারে ১৬ শতাংশ দলিত ভোট বিরোধীদের দিকে যেতে পারে। ঠিক হয়েছে, বিজেপি নেতারা প্রতিটি রাজ্যে যেমন রাহুল গান্ধী তথা কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণে নামবেন, তেমনি প্রচারের গুরুত্ব বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মাঠে নামানো হবে।

আজকের বৈঠকে বিহার ও দিল্লির নির্বাচন নিয়ে আলোচনা হয়। দিল্লিতে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি করে লড়বে জেডিইউ। বিহারে এনডিএ-র নেতা হওয়ার প্রশ্নে নীতীশকুমারের নামে সম্মতি দিয়েছে বিজেপি। ফলে বছরের শুরু থেকেই নীতীশের নেতৃত্বে বিহারে প্রচারে নামবে এনডিএ। ‘এক দেশ এক ভোট’-এর প্রশ্নে বিরোধীদের আক্রমণের কৌশল কী হবে, তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। বাজেট অধিবেশনে ওয়াকফ বিল আনতে চলেছে সরকার। এ নিয়ে বিরোধীদের মোকাবিলায় এনডিএ-র কৌশল কী হবে, তা নিয়েও বৈঠকে কথা হয়।

Advertisement
আরও পড়ুন