বাসনপত্রের তেল, পোড়া দাগ তোলার জন্য বাড়িতে তৈরি সাবানের উপরই আস্থা রাখুন। ছবি- সংগৃহীত
বাজার থেকে কেনা বাসন ধোয়ার সাবানে ১০০টি লেবুর গুণাগুণ থাকলেও আপনার হাতের জন্য যে তা উপকারী নয়, সে কথা নিশ্চয়ই জানেন। শুধু হাতই নয়, এই জাতীয় সাবানে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, তা পরিবেশেরও ক্ষতি করে। নিজের হাতের এবং পরিবেশের কথা মাথায় রেখে যদি বাড়িতেই বাসন ধোয়ার সাবান বানিয়ে নেওয়া যায়, তবে কেমন হয়? ভাবছেন, ত্বকের পরিচর্যার জন্য না হয় বাড়িতে থাকা জিনিসের উপর ভরসা করা যায়। অনেকে শখ করে, বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে বাড়িতে গায়ে মাখার সাবানও তৈরি করেন। কিন্তু ব্যবহৃত বাসনপত্রের তেল, পোড়া দাগ তোলার জন্য আপনার বাড়িতে এমন কী গুপ্তধন আছে, যা দিয়ে বাসন ধোয়ার তরল সাবান তৈরি করে ফেলা যায়?
বাসনপত্রের তেল, পোড়া দাগ তোলার জন্য তরল সাবান তৈরি করতে কী কী লাগতে পারে দেখে নেওয়া যাক।
উপকরণ:
১ কাপ রিঠা
২ কাপ জল
আধ কাপ সামুদ্রিক নুন
৬-৭টি লেবু
৪ টেবিল চামচ সাদা ভিনিগার
পদ্ধতি:
আগের দিন রাত থেকে রিঠাগুলি জলে ভিজিয়ে রাখুন।
পরের দিন ওই রিঠা ভেজান জলের মধ্যে ৬-৭টি লেবু কেটে দিয়ে দিন। প্রেশার কুকারের মুখ বন্ধ করে দু’টি সিটি দিয়ে নিন।
ঠান্ডা হলে রিঠা থেকে দানা বার করে, ভাল করে চটকে নিন।
খুব ঘন হয়ে গেলে এক কাপ জল মিশিয়ে নিন।
এই মিশ্রণ থেকে রিঠা এবং লেবুর অবশিষ্ট অংশ ছেঁকে নিন।
সব শেষে, ওই মিশ্রণে আধ কাপ সামুদ্রিক নুন এবং ৪ টেবিল চামচ সাদা ভিনিগার দিয়ে আরও এক বার ফুটিয়ে নিন।
ঠান্ডা হলে, বোতলে ভরে রাখুন।