ডালিয়া গাছে ফুল আসছে না? ভুল কোথায় হচ্ছে? ছবি: সংগৃহীত।
শীত মানেই রংবাহারি ফুল। গোলাপ থেকে চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া। ফুলের বাহারে শীতের বাগান আলো হয়ে থাকে। বারান্দা সাজাবেন বলে, শীতের শুরুতেই ডালিয়ার চারা কিনেছেন। কিন্তু সেই গাছের বাড়বৃদ্ধি আশানুরূপ হচ্ছে না? যত্নআত্তিতে ভুল থাকছে না তো!
সার: ডালিয়া গাছের বেড়ে ওঠার জন্য সার দরকার। কিন্তু কোন সার, কতটা প্রয়োগ করতে হবে জানেন কি? মাটিতে নাইট্রোজেনের মাত্রা বেশি হলে গাছের বৃদ্ধিতে সমস্যা হতে পারে। ডালিয়ার জন্য সারের অনুপাত হওয়া দরকার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম ৫:১০:৫।
তাপমাত্রা: ১৬-২২ ডিগ্রি তাপমাত্রায় ফুলটি ভাল ভাবে ফোটে। তাপমাত্রা কতটা বেশি বা কম হচ্ছে তা-ও দেখা প্রয়োজন। অতিরিক্ত গরমে বা ঠান্ডায় ফুল ফুটতে সমস্যা হতে পারে।
কাটছাঁট: ডালিয়ার ডাঁটি, কাণ্ড ঠিকমতো কাটছাঁট করা প্রয়োজন। গাছের মাথা, শুকনো কুঁড়ি বা ফুল সঠিক ভাবে কেটে দিলে ফুলের পরিমাণ বৃদ্ধি পায়। গাছ বেড়ে ওঠার সময় শুকিয়ে যাওয়া পাতা, কাণ্ড কেটে দিলে গাছ ভাল ভাবে বাড়বে। টবের গাছে কুঁড়ি এলে মাঝের বড় কুঁড়িটি রেখে ছোট কুঁড়ি বা ডাল ভেঙে দিলেই ভাল। কুঁড়ি একটু বড় হলে ৩-৪ দিন পর পর তরল জৈব সার দিতে হবে।
রোদ এবং জল: ডালিয়া গাছের জন্য অন্তত ৬ ঘণ্টা সূর্যালোক প্রয়োজন। বারান্দায় যেখানে টব রাখছেন সেখানে ঠিক মতো রোদ পড়ছে তো। রোদ এবং তাপমাত্রা দুই-ই ভাল ফুলের জন্য জরুরি। ডালিয়া গাছে জল দিতে হবে ঠিকই কিন্তু গোড়ায় জল জমা চলবে না। টবের জল নিষ্কাশনের ব্যবস্থা ভাল হওয়া দরকার।