Blanket Keeping Tips

ঘুম থেকে উঠে কম্বল বিছানায় ভাঁজ করে রাখেন? কায়দাকানুন জানলে তা দিয়েই সাজানো যায় ঘর

শীতের দিনে অন্যতম সঙ্গী কম্বল। তবে প্রতি দিন ঘুম থেকে উঠে সেই কম্বল কোথায় রাখবেন বুঝতে পারেন না? ঘরে তা এমন ভাবে রাখতে পারেন, যাতে দেখলে মনে হয় অন্দরসজ্জার অঙ্গ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:১০
ঘুম থেকে উঠে এমন ভাবে কম্বল রাখতে পারেন, যাতে ঘরের শোভা বেড়ে যায়।

ঘুম থেকে উঠে এমন ভাবে কম্বল রাখতে পারেন, যাতে ঘরের শোভা বেড়ে যায়। ছবি: সংগৃহীত।

শীতের সঙ্গী লেপ, কম্বল বেরিয়ে পড়েছে বহু বাড়িতে। রাতে কম্বলের ওমে ঘুমও ভাল হচ্ছে। কিন্তু সকালে উঠে সমস্যা সেই কম্বল ভাঁজ করে রাখবেন কোথায়? কেউ তা ভাঁজ করে বিছানার এক পাশে রেখে দেন। কেউ অবশ্য খাটেই পায়ের কাছে গুছিয়ে রাখেন। কিন্তু বিছানায় কম্বল থাকলে উঠতে-বসতে বেশ সমস্যা হয়। তার চেয়ে কম্বল এমন ভাবে রাখুন যাতে ঘরের শোভা বেড়ে ওঠে।

Advertisement

মই: এ মই দোতলা বা উঁচু থেকে জিনিস পাড়ার জন্য। ঘরের জিনিসপত্র, কম্বল ভাঁজ করে এতে রাখা যায়। দেওয়ালে হেলিয়ে রাখা মইতে কম্বল বা শোয়ার সময় গায়ে দেওয়ার চাদরটি সুন্দর করে ভাঁজ করে রাখতে পারেন। তা দৃশ্যমান হলেও দেখতে ভাল লাগবে।

মইয়ের মতো তাক: মইয়ের মতো তাকও বানিয়ে নিতে পারেন ঘরে। কাঠ অথবা প্লাইউডের তৈরি তাকে পর পর ভাঁজ করে অথবা গোল করে গুছিয়ে রাখতে পারেন কম্বল। এ ভাবে রাখলে মনে হবে, তা বুঝি অন্দরসজ্জার অঙ্গ।

দেওয়ালে ঝুলিয়ে দিন: দেওয়ালে রড লাগিয়ে সুদৃশ্য কম্বল বা রজাই ঝুলিয়ে রাখতে পারেন। কেউ ঘরে ঢুকলে মনে করবে সেটি ঘর সাজানোর জন্যই ও ভাবে রাখা হয়েছে।

ঘরে এ ভাবে কম্বল ঝুলিয়ে রাখতে পারেন।

ঘরে এ ভাবে কম্বল ঝুলিয়ে রাখতে পারেন। ছবি: সংগৃহীত।

ঝুড়ি: অনেক সময় কম্বল বা লেপ ভাঁজ করার সময় হয় না। তখন সুদৃশ্য ঝুড়িতে তা গুটিয়ে রাখতে পারেন। কম্বল বা ঘরের জিনিসপত্র রাখার জন্য বেতের, প্লাস্টিকের, জুটের বিভিন্ন আকারের ঝুড়ি পাওয়া যায়। সেগুলি দেখতেও বেশ। কম্বল ভাঁজ করে সেখানেও রাখতে পারেন।

বিছানা: শৌখিন পাতলা কম্বল হলে তা বিছানার চাদরের মতো পেতে রাখতে পারেন। তবে সারা দিন যদি বিছানাটি ব্যবহার না হয়, তবেই এই কৌশল সুবিধাজনক হবে।

Advertisement
আরও পড়ুন