Bathroom Cleaning Tips

স্নানঘরের কাচের দেওয়ালে, দরজায় জলের ছোপ, কী ভাবে তা হবে নতুনের মতো?

দিনের পর দিন জলের ছিটে, সাবান, ময়লা লেগে স্নানঘরের কাচের দেওয়ালের হতশ্রী দশা? শ্রী ফেরাতে কী করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৫
স্নানঘরের কাচের দরজা, দেওয়াল নতুনের মতো রাখবেন কী ভাবে?

স্নানঘরের কাচের দরজা, দেওয়াল নতুনের মতো রাখবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।

দিনের শেষে ক্লান্তিমুক্তির ভাল উপায় হল একটু সময় নিয়ে ঈষদুষ্ণ জলে স্নান করা। সে কারণেই বাথটাব বসিয়ে, স্নানের জায়গা কাচ দিয়ে ঘিরে সুন্দর স্নানঘর বানিয়েছিলেন। কিন্তু শখের সেই স্নানঘরেরই হতশ্রী দশা!

Advertisement

নিয়মিত পরিষ্কার করার অভাবে কাচের দেওয়ালে জলের ছিটে, সাবানের ফেনা জমে ময়লার আস্তরণ পড়ে গিয়েছে। শুধু সাবান বা জল দিয়ে মুছলে অনেক সময় সেই দাগ যায় না। পরিষ্কার হলেও তা কিছুতেই ঝকঝকে হয়ে ওঠে না। তবে পরিষ্কারের কৌশল জানলে স্নানঘর করে তুলতে পারেন একেবারে নতুনের মতো।

ভিনিগার এবং বেকিং সোডার মিশ্রণ: ভিনিগারে রয়েছে অ্যাসিডিক উপাদান। যা দাগছোপ তুলতে কার্যকর। বেকিং সোডাও যে কোনও জিনিস পরিষ্কার করতে ভীষণ কাজে আসে।

এক কাপ বেকিং সোডার সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে নিন। স্পঞ্জ অথবা নরম কাপড়ের সাহায্যে মিশ্রণটি কাচের দেওয়াল এবং দরজায় লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট এ ভাবে রাখার পরে কাপড় দিয়ে হালকা ঘষে গরম জলে কাচ ধুয়ে নিন।

নুন এবং লেবু: লেবুতে অ্যাসিড থাকায় জলের দাগ, ময়লা তুলতে সাহায্য করে এটি। এর সঙ্গে মেশাতে হবে নুন। পাতিলেবু আধখানা করে কেটে নিন। একটি বাটিতে নুন নিয়ে পাতিলেবুর কাটা অংশ নুনে ডুবিয়ে তা সরাসরি কাচে ঘষে নিন। একদম হালকা ভাবে ঘষতে হবে, না হলে নুনের দানায় কাচে দাগ পড়ে যেতে পারে। এ ভাবে ১০-১৫ মিনিট রেখে গরম জল দিয়ে কাচ ধুয়ে পরিষ্কার শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন

বাজারচলতি ক্লিনার: কাচের ছোপ পরিষ্কার করার জন্য বিভিন্ন রকমের রাসায়নিক এবং তরল পাওয়া যায়। সেগুলি দিয়েও কাচ পরিষ্কার করে নিতে পারেন। পদ্ধতি একই। কাচে দিয়ে কিছু ক্ষণ রাখতে হবে। তার পর নরম কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছে নিতে হবে।

ম্যাজিক ইরেজ়ার: কাচের দেওয়ালে সাবানের দাগ, ময়লা তোলার আরও একটি ভাল উপায় ম্যাজিক ইরেজ়ার। অনলাইনে বা বড় কোনও দোকানে কিনতে পাওয়া যায় এটি। জিনিসটি দেখতে স্পঞ্জের মতো। খুব সহজেই তা দিয়ে কাচ, স্নানঘরের আনাচকানাচ পরিষ্কার করা যায়।

বাসন মাজার তরল সাবান: কয়েক ফোঁটা বাসন মাজার তরল সাবান জলে মিশিয়ে তা দিয়েও কাচ পরিষ্কার করে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement