Diabetis

Healthy Tips: ডায়াবেটিক রোগীদের বর্ষায় বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন। জেনে নিন কী করণীয়

বর্ষাকাল মানেই একাধিক রোগের আশঙ্কা। সতর্ক থাকতে হবে ডায়াবিটিসের রোগীদেরও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ২০:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বর্ষাকালে প্রচণ্ড তাপ থেকে হয়তো মুক্তি, কিন্তু একটা ভ্যাপসা গরম থেকেই যায়। কখনও বৃষ্টি, কখনও রোদ্দুর, এরকম একটা মিশ্র আবহাওয়ায় শরীর খারাপ হওয়ার আশঙ্কা বাড়ে। এই সময় সর্দি-কাশি, জ্বর, পেটের সমস্যা সহ একাধিক রোগ হতে পারে। সকলেরই তাই এই সময়ে সতর্ক থাকা উচিত। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত। বিশেষত ডায়াবিটিসের রোগীদেরও শরীর সুস্থ রাখতে বেশ কিছু নিয়ম এই সময় মেনে চলা দরকার।

শরীর আর্দ্র রাখা

Advertisement

কায়িক পরিশ্রম না করলেও সারাদিনে প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। জল ছাড়া প্যাকেজড ফ্রুট জুস বা অন্য পানীয় খাবেন না, এতে প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে। ডাবের জল কিংবা বাড়িতে তৈরি ফলের রস খেতে পারেন।

ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানুন

বর্ষাকাল মানেই ব্যাকটিরিয়া ও ভাইরাসের প্রাদুর্ভাব। এই সমস্যা এড়াতে বার বার হাত ধোওয়া ও স্যানিটাইজ করা জরুরি। হালকা গরম জলে স্নান করুন। নখেও জীবাণু থাকে, তাই ঠিক ভাবে নখ কেটে পরিষ্কার করুন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভিজে গেলে তাড়াতাড়ি শুকিয়ে নিন

কোনও কারণে বৃষ্টিতে ভিজে গেলে ভাল করে নিজেকে শুকিয়ে নিন। ভিজে জামাকাপড় ও চটি ছেড়ে শুকনো জামাকাপড় ও চটি পরুন। ভিজে পা থেকে ডায়াবিটিস জনিত নানা সমস্যা দেখা যেতে পারে। পা শুকনো থাকলে পায়ের ভিতরের নার্ভের ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকবে না।

কাঁচা খাবার খাবেন না

কাঁচা খাবারে রোগজীবাণু থাকতে পারে। তাই ভাল করে সিদ্ধ করে বা রান্না করেই সব্জি খাওয়া উচিত।

ফল ও সব্জি ধুয়ে খান

খাওয়ার আগে ভাল করে ফল ও সব্জি ধুয়ে খান। লেবু মেশানো গরম জলে বা ভিনিগার মেশানো জলে সব্জি ভিজিয়ে রাখলে জীবাণুর নাশ হবে।

বাইরের খাবার খাবেন না

বাইরে ঠিক মতো রান্না করা হচ্ছে কি না আপনি জানেন না, তাই আধখানা রান্না হওয়া খাবার খেয়ে ফেললে সংক্রমণের আশঙ্কা থাকে। কাজেই বাড়িতে রান্না করা খাবার খান।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান

এমনিতেই করোনা কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়া দরকার। সেই কারণে এমন খাবার খান যাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টিগুণ আছে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement