উত্তর সিকিমের গুরুদংমার হ্রদ। —ফাইল চিত্র।
পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে ২০ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গিয়েছিল গুরুদোংমার যাওয়ার রাস্তা। সেই রাস্তা আবার পর্যটকদের জন্য খুলে দিল সিকিম সরকার। ইতিমধ্যে ওই পথে পর্যটকদের যাওয়ার জন্য ছাড়পত্রও দিতে শুরু করেছে সিকিমের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ দফতর।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১০০ ফুট উঁচুতে অবস্থিত গুরুদোংমার হ্রদ সিকিমের অন্যতম আকর্ষণীয় একটি জায়গা। এ বারে শীতের মরসুমে পর্যটকদের ভিড় বৃদ্ধি পেতে শুরু করেছে সিকিমে। বড়দিন এবং বর্ষবরণের মাঝের ছুটির দিনগুলিতে প্রচুর পর্যটক সিকিমের পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। তাঁদের জন্য সিকিম সরকার এ বার গুরুদোংমারের দিকে যাওয়ার রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উত্তর সিকিমে অবস্থিত এই গুরুদোংমার হ্রদে পর্যটকদের ঘুরতে যাওয়ার জন্য একটিই রাস্তা রয়েছে। গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ৮ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম লাচেন। এই লাচেন হয়েই পর্যটকদের গুরুদোংমারের দিকে যেতে হয়। লাচেন থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে গুরুদোংমার হ্রদ।
পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে ২০ ডিসেম্বর লাচেন পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আটকে পড়েছিলেন শতাধিক পর্যটক। ওই ধস কবলিত রাস্তা আংশিক মেরামত করে প্রশাসনের উদ্যোগে পর্যটকদের ফেরত পাঠানো হয়। তার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল লাচেন যাওয়ার ছাড়পত্র দেওয়া। গত শুক্রবার থেকে আবার পর্যটকদের জন্য লাচেন যাওয়ার ছাড়পত্র দিতে শুরু করেছে সিকিম সরকার। লাচেন থেকে গুরুদোংমার যাওয়ার জন্য আলাদা করে কোনও ছাড়পত্রের প্রয়োজন হয় না। আবহাওয়া গাড়ি চলাচলের জন্য প্রতিকূল না-থাকলে লাচেন থেকে ঘুরে আসা যায় গুরুদোংমার হ্রদ।