Wedding

Bizarre Incident: আমন্ত্রণ জানিয়েও বন্ধুদের ফেলে রেখে বিয়ে করতে চলে গেলেন বর! মামলা করলেন বন্ধুরা

বরযাত্রীতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন বন্ধুদের । অথচ তাঁদের না নিয়েই বিয়ে করতে চলে গেলেন বর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১৭:০৭
রবির বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানির মামলাও করেন তিনি।

রবির বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানির মামলাও করেন তিনি। ছবি: সংগৃহীত

বিয়ের নিমন্ত্রণ পত্রে বরযাত্রী কখন বেরোবে তার সময় লেখা ছিল। বরের বন্ধুরাও সেই সময় অনুযায়ী তৈরি হচ্ছিলেন যাওয়ার জন্য। অথচ সময়ের আগেই বন্ধুদের না নিয়ে হবু শ্বশুরবাড়ির পথে রওনা দেন বর। ঘটনাটি ঘটছে হরিদ্বারের বাহাদুরাবাদ এলাকায়। বরের নাম রবি। রবির এমন ব্যবহারে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তাঁর বন্ধুরা। অপমানের জবাব দিতে তাই তাঁর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন বন্ধুরা।

Advertisement

নিমন্ত্রণ পত্র অনুযায়ী বরযাত্রী বেরোনোর কথা ছিল বিকাল ৫টায়। বরের বন্ধুরা সময় মতো উপস্থিত হন বিয়েবাড়িতে। কিন্তু এসে তাজ্জব বনে যান সকলেই। তাঁদের ফেলে রেখেই বরযাত্রীর দল রওনা দিয়ে দিয়েছ। রবি বন্ধুদের নিমন্ত্রণ করার দায়িত্ব দিয়েছিল আরেক বন্ধু চন্দ্রশেখরকে। রবির এমন কাণ্ডজ্ঞানহীন কার্যকলাপে বাকি বন্ধুদের সামনে মাথা নিচু হয়ে যায় চন্দ্রশেখরের। কারণ তিনিই সবাইকে অত্যন্ত উৎসাহ নিয়ে রবির বরযাত্রীতে যাওয়ার কথা বলে এসেছিলেন। রাগে, দুঃখে, অপমানে চন্দ্রশেখর সেই মুহূর্তে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। রবির বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানির মামলাও করেন তিনি।

Advertisement
আরও পড়ুন