CIMA Art Gallery

CIMA: সিমা গ্যালারিতে চলছে পরেশ মাইতির কাজের প্রদর্শনী, দেখুন সূচনা-সন্ধ্যার কিছু ঝলক

সিমা গ্যালারিতে তারকা সমাগম

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৭:৫৬
০১ ১২
পরেশ মাইতির পেন্টিং নিয়ে সিমা গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীর নাম ‘নয়েজ অব মেনি ওয়াটার্স...’। শিল্পীর আঁকা ১২০টি ছবি থাকছে প্রদর্শনীতে। সঙ্গে আছে একটি ইনস্টলেশন ও পরেশের তৈরি একটি ফিল্ম।

পরেশ মাইতির পেন্টিং নিয়ে সিমা গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীর নাম ‘নয়েজ অব মেনি ওয়াটার্স...’। শিল্পীর আঁকা ১২০টি ছবি থাকছে প্রদর্শনীতে। সঙ্গে আছে একটি ইনস্টলেশন ও পরেশের তৈরি একটি ফিল্ম।

০২ ১২
জলে কাগজের নৌকো আর গোলাপের পাঁপড়ি ভাসিয়ে শুরু হল প্রদর্শনী। ছবিতে রয়েছেন (ডান দিক থেকে) মুনমুন সেন, পরেশ মাইতি, অপর্ণা সেন, রাখী সরকার, প্রতীতি বসু সরকার।

জলে কাগজের নৌকো আর গোলাপের পাঁপড়ি ভাসিয়ে শুরু হল প্রদর্শনী। ছবিতে রয়েছেন (ডান দিক থেকে) মুনমুন সেন, পরেশ মাইতি, অপর্ণা সেন, রাখী সরকার, প্রতীতি বসু সরকার।

০৩ ১২
প্রথম নৌকো ভাসালেন অপর্ণা সেন। প্রথমেই জানিয়ে দিলেন, একটিতে মন ভরবে না। একসঙ্গে তিনটি ভাসাবেন তিনি।

প্রথম নৌকো ভাসালেন অপর্ণা সেন। প্রথমেই জানিয়ে দিলেন, একটিতে মন ভরবে না। একসঙ্গে তিনটি ভাসাবেন তিনি।

Advertisement
০৪ ১২
 পরেশ মাইতির ছবির বই প্রকাশ করলেন মুনমুন সেন।

পরেশ মাইতির ছবির বই প্রকাশ করলেন মুনমুন সেন।

০৫ ১২
সূচনা অনুষ্ঠানের শেষে আড্ডায় মাতলেন দুই তারকা।

সূচনা অনুষ্ঠানের শেষে আড্ডায় মাতলেন দুই তারকা।

Advertisement
০৬ ১২
প্রদর্শনী দেখতে তমলুক থেকে এসেছেন শিল্পীর মা ও বোন। সঙ্গে রয়েছেন স্ত্রী জয়শ্রী বর্মণ।

প্রদর্শনী দেখতে তমলুক থেকে এসেছেন শিল্পীর মা ও বোন। সঙ্গে রয়েছেন স্ত্রী জয়শ্রী বর্মণ।

০৭ ১২
জল রঙে আঁকা ছবির পাশাপাশি, প্রদর্শনীতে রয়েছে পরেশ মাইতির স্কেচ এবং লাইন ড্রয়িংও।

জল রঙে আঁকা ছবির পাশাপাশি, প্রদর্শনীতে রয়েছে পরেশ মাইতির স্কেচ এবং লাইন ড্রয়িংও।

Advertisement
০৮ ১২
পরেশ মাইতির প্রদর্শনীর সূচনা উপলক্ষে এসে গল্পে মাতলেন শিল্পী যোগেন চৌধুরী।

পরেশ মাইতির প্রদর্শনীর সূচনা উপলক্ষে এসে গল্পে মাতলেন শিল্পী যোগেন চৌধুরী।

০৯ ১২
শিল্পপতি হর্ষ নেওটিয়ার সঙ্গে পরেশ ও জয়শ্রী।

শিল্পপতি হর্ষ নেওটিয়ার সঙ্গে পরেশ ও জয়শ্রী।

১০ ১২
 প্রদর্শনী ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সঙ্গে সিমা গ্যালারির অধিকর্তা রাখী সরকার।

প্রদর্শনী ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সঙ্গে সিমা গ্যালারির অধিকর্তা রাখী সরকার।

১১ ১২
প্রদর্শনী দেখার ফাঁকে জমল আড্ডা।

প্রদর্শনী দেখার ফাঁকে জমল আড্ডা।

১২ ১২
পরেশ তাঁর খুব পছন্দের শিল্পী। তাই গল্প-আড্ডার ফাঁকে একাই কিছু ক্ষণ গ্যালারি ঘুরে দেখলেন অপর্ণা সেন।

পরেশ তাঁর খুব পছন্দের শিল্পী। তাই গল্প-আড্ডার ফাঁকে একাই কিছু ক্ষণ গ্যালারি ঘুরে দেখলেন অপর্ণা সেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি