Eye Care Tips

চোখ নিয়ে থাকুন সতর্ক, ৫ লক্ষণ দেখলেই সবার আগে চশমা বদল করুন

চোখের কোনও রকম সমস্যা অবহেলা করলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন লক্ষণ দেখলে চশমা বদলানোর কথা ভাববেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৪
Five signs you may need new glasses.

কোন লক্ষণ দেখে বুঝবেন চশমাটি বদলাতে হবে? ছবি: সংগৃহীত।

মোটা টাকা খরচ করে ভাল একটা চশমার ফ্রেম কিনলে সেই চশমা আমরা সহজে বদলাই না। চশমাটা না ভাঙা পর্যন্ত পরতেই থাকেন অনেকে। অনেক ক্ষেত্রেই চোখের পাওয়ার খুব সামান্য পরিমাণে বদলায়। সহজে টের পাওয়া যায় না। কিন্তু দীর্ঘ দিন সেগুলি খেয়াল না করলে কিন্তু শেষমেশ চোখের ক্ষতি হয়। চোখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের কোনও রকম সমস্যা অবহেলা করলেই হতে পারে বিপদ। জেনে নিন, কোন লক্ষণ দেখলেই চশমা বদলানোর কথা ভাববেন?

Advertisement

১) নিয়মিত মাথা যন্ত্রণা করে? অথচ কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। চোখের পাওয়ার সামান্য বদলালে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাওয়ার মাপিয়ে দেখুন। প্রয়োজনে চশমা বদলান।

২) যে কোনও কাজ করতে করতে বার বার চোখের পলক পড়ে যাচ্ছে? বার বার পলক পড়লে চোখের উপর চাপ পড়ে। এ ক্ষেত্রে দেরি না করে চোখের পাওয়ার পরীক্ষা করান। চশমা বদলাতে হতে পারে।

৩) বই পড়তে গিয়ে চোখ ক্লান্ত লাগছে? বেশি ক্ষণ কম্পিউটার দিকে তাকিয়ে থাকলে চোখে ব্যথা করছে? পাওয়ারে বদল এলে এই লক্ষণগুলি দেখা যায়। এ ক্ষেত্রে নতুন চশমার প্রয়োজন হতে পারে।

Five signs you may need new glasses.

বেশি ক্ষণ কম্পিউটার দিকে তাকিয়ে থাকলে চোখে ব্যথা করছে? ছবি: সংগৃহীত।

৪) অনেক সময়ে চোখের নানা সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। কিন্তু চশমা বদলেই তার সমাধান করা যেতে পারে।

৫) চোখ ঘোরালে কোনও জিনিস দুটো করে দেখছেন। এ ক্ষেত্রেও বুঝতে হবে চশমা বদলানোর সময় এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement