Lifestyle

সব্যসাচীর মুখোপাধ্যায়ের নতুন ‘বধূ’ কে? নেটমাধ্যমে চমক মাসাবা গুপ্তের

সব্যসাচীর নতুন ‘বউ’ হিসেবে মাসাবের অন্য রকম সাজ খুবই জনপ্রিয় হয়েছে নেটাগরিকদের মধ্যে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ২০:২২
 ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ঝলমলে বধূর রূপে দেখা দিলেন মাসাবা গুপ্ত।

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ঝলমলে বধূর রূপে দেখা দিলেন মাসাবা গুপ্ত।

ডিজাইনার ছিলেন। কিছু দিন আগে দেখা দিয়েছেন অভিনেত্রী হিসেবেও। এ বার তিনিই দেখা দিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ঝলমলে বধূর রূপে। হ্যাঁ, কথা হচ্ছে নীনা-কন্যা মাসাবা গুপ্তকে নিয়ে। তবে তিনি বিয়ে করেননি সব্যসাচীকে। যদিও বিয়ের খবরের থেকে কিছু কম হইচই হওয়ার মতো নয় এই যুগলবন্দির কথা।

Advertisement

ডিজাইনার সব্যসাচীর বিয়ের সাজের নতুন মুখ কে হবেন, তা নিয়ে সব সময়েই দেখা দেয় উত্তেজনা। কারণ, প্রতি বারই তাতে থাকে চমক। সে রকমই এ বারের চমক মাসাবা। সব্যসাচীর মডেল হয়ে দেখা দিয়েছেন মাসাবা। একটি ম্যাগাজিনের প্রচ্ছদ সব্যসাচীর সাজে দেখা গিয়েছে তাঁর ছবি। সেই ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন তিনি। নিজে ডিজাইনার হয়েও আর এক ডিজাইনারের মডেল হিসেবে দেখা দিয়েছেন। এমন ঘটনা খুব বেশি দেখা যায় না ফ্যাশন-জগতে। তবে সব্যসাচীর নতুন ‘বউ’ হিসেবে মাসাবের অন্য রকম সাজ খুবই জনপ্রিয় হয়েছে নেটাগরিকদের মধ্যে।

তেমন সাজ-পোশাকে নিজেকে দেখে বোধ হয় খুশি মাসাবাও। সব্যসাচীর সাজে একাধিক ছবি নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন যে তিনি।

Advertisement
আরও পড়ুন