COVID 19

Coronavirus: শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে, কোন কোন উপসর্গ দেখে বুঝতে পারবেন?

করোনা সংক্রমণ হলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে। কিন্তু বহু ক্ষেত্রেই আক্রান্ত মানুষটি সে কথা বুঝতে পারেন না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২১ ১২:৪৮
কোন কোন উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

কোন কোন উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে? ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ সবেচেয়ে বেশি মাত্রায় প্রভাব ফেলে ফুসফুসে। তাই এই ভাইরাসে সংক্রমিত হলে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। কী কী উপসর্গ দেখে বুঝবেন, আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে? কোন কোন সমস্যা দেখলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন?

Advertisement

শ্বাসকষ্ট: অক্সিজেন কমে যাওয়ার একেবারে গোড়ার উপসর্গ। ফুসফুসে এই ভাইরাস ছড়িয়ে পড়লে অনেকেরই অল্প শ্বাসকষ্ট শুরু হয়।

বুকে ব্যথা: অক্সিজেনের অভাব হলে বুকে অল্প ব্যথা বা চাপ অনুভব হয়।

ভাবনায় গোলমাল: চিন্তার গতিপ্রকৃতি এলোমেলো হয়ে যাওয়াও শরীরে অক্সিজেন কমে যাওয়ার অন্যতম লক্ষণ।

নাকের ফুটো বড়: অক্সিজেনের অভাব হলে শরীর আরও বেশি বাতাস টানতে চায়। ফলে প্রতিবর্তক্রিয়াতেই নাকের ফুটো বড় করার প্রবণতা দেখা দেয়।

কালচে ঠোঁট: অক্সিজেন কমে গেলে ঠোঁট শুকিয়ে আসে। কালচে হয়ে যায়।

চিকিৎসকের কথায়: করোনা সংক্রমণ হলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে। কিন্তু বহু ক্ষেত্রেই আক্রান্ত মানুষটি সে কথা বুঝতে পারেন না। এমনই বলছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তাঁর কথায়, ‘‘এমন অনেকেই আছেন, যাঁদের অক্সিজেনের মাত্রা ৮০-র নীচে নেমে গেলেও তাঁদের শ্বাসকষ্ট হয়নি। একেই চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ‘হ্যাপি হাইপক্সিয়া’ বলা হচ্ছে। অর্থাৎ অক্সিজেন কমে গেলেও রোগী তা টের পাচ্ছেন। আর যত ক্ষণে পাচ্ছেন, তত ক্ষণে অনেক দেরি হয়ে যাচ্ছে।’’ তাঁর মতে, অক্সিজেন কমে গেলে যে উপসর্গগুলি দেখা দিচ্ছে, তা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। তাই সহজ রাস্তা হল, অক্সিমিটারে মাঝে মধ্যেই শরীরে অক্সিজেনের মাত্রা দেখে নেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement