গরম জলে রসুন ভিজিয়ে খেলে উপকার আরও বেশি। ছবি: সংগৃহীত
একদিকে করোনা। অন্যদিকে ঝড়বৃষ্টির কারণে হঠাৎ হঠাৎ আবহাওয়া বদল। সব মিলিয়ে শরীরকে এই সময় লড়াই করতে হচ্ছে নানা রকম জীবাণুর সঙ্গে।
এই সময় রোগ প্রতিরোধ শক্তি বেশ জোরদার না থাকলে বিপদ। নানা রকম মাল্টিভিটামিন থেকে ফল বা আনাজ তো আছেই, কিন্তু রান্নাঘরের একটি মাত্র উপাদানই অনেকটা রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দিতে পারে আপনার।
এই উপাদানটি হল রসুন। কিন্তু মনে রাখবেন, এই রসুন আপনাকে খেতে হবে সকালে খালি পেটে। তাতেই অনেক বেশি গুণ। আর সবচেয়ে বেশি মাত্রায় উপকার পেতে চাইলে অল্প গরম জলে ২-৩ কোয়া রসুন ভিজিয়ে রেখে, সেই জল এবং রসুনগুলি খালি পেটে খেয়ে নিন।
কী কী উপকার: