অশান্ত বাংলাদেশ। ও পার থেকে ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য। আক্রান্ত সংখ্যালঘুরা। এরই মধ্যে পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, ‘আনসারুল্লা বাংলা’র আট জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ। তার মধ্যে মুর্শিদাবাদের ২জন। মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গ্রেফতার করা হয় মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলিকে। কোন পরিচয়ে লুকিয়ে ছিলেন হরিহরপাড়ায়? কেন ভারতের মাটিকে ব্যবহার? বাংলার মাটিতে নাশকতার ছক? কেনই বা জঙ্গি সংগঠনের নজরে চিকেন নেক! কী জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার?