উপহারের ঝোলা উপুড়় করার আগে জেনে নিন খুদেদের পছন্দ। ছবি: সংগৃহীত।
বড়দিনে সান্তা ক্লজ় আসে লাল জামা পরে। মাথায় লাল টুপি। সাদা গোঁফ-দাড়ি। সান্তার ঝোলায় থাকে হরেক উপহার। এমন গল্প শুনেই অভ্যস্ত ছোটরা। খুদেদের মন জয়ে বড়দিনে সান্তা সেজে উপহার বিলোতে চান? কী রাখবেন সেই ঝোলায়?
টয় ইমাজ়িন প্রজেক্টর টর্চ: এই ধরনের টর্চের সঙ্গে কয়েকটি চাকতি দেওয়া হয়। তাতে বিভিন্ন পশুপাখি, কার্টুন চরিত্রের ছবি থাকে। সাদা দেওয়ালে টর্চটি জ্বালালেই সেই ছবি ফুটে ওঠে। এ ভাবে খুদেকে বন্যপ্রাণীর নামও শেখানো যায়। ১০০ থেকে ২০০-৩০০ টাকা এবং আরও বেশি দামের অ্যানিম্যাল টর্চ পাওয়া যায়।
হাতের কাজের জিনিস: রং, মডেলিং ক্লে-সহ খুদের হাতের কাজের জিনিসের নানা ধরনের সেট পাওয়া যায়। উপহার হিসাবে এগুলিও বেছে নিতে পারেন। ব্লক দিয়ে বাড়ি, গাড়ি তৈরি করা, মাটি দিয়ে বিভিন্ন আকার তৈরি করার জিনিস পাওয়া যায়। ১৫০-৫০০টাকা দামের বিভিন্ন সেট হয়।
সান্তা: খুদে সান্তা দিতে পারেন খুদেকে। ছোট্ট সান্তা পুতুলটি পিছন দিকে টেনে ছেড়ে দিলেই সামনে এগিয়ে যাবে। দিনরাত খেলার সঙ্গী হতে পারে সান্তা। সান্তা চুম্বকও পাওয়া যায়, আলমারি, ফ্রিজে লাগানো জন্য। দিতে পারেন ছোট ছোট সান্তার মূর্তিও। মোটমুটি ৫০ থেকে ২০০ টাকায় এগুলি পাওয়া যাবে।
বই: দিতে পারেন বই। পশুপাখি চেনানো, গল্পের বই, আঁকার বই— বয়স অনুযায়ী বেছে নিতে পারেন যে কোনও বই। ৮০-১০০ টাকা থেকে বিভিন্ন দামে এ ধরনের বই পাওয়া যায়।
এলসিডি ট্যাবলেট: ট্যাবলেটের মতোই দেখতে। এর সঙ্গে দেওয়া পেনসিলের সাহায্যে লেখা, আঁকবুকি কাটা যায়। আবার নিমেষে তা মুছেও দেওয়া যায়। শিশুদের জন্য এই ধরনের ট্যাবলেট খুবই উপভোগ্য। ১০০ থেকে ৫০০ টাকায় এবং আরও বেশি দামের ট্যাবলেট পাওয়া যায়।
চকোলেট: চকোলেট পেলে কোন শিশুর মুখে না হাসি ফোটে! বিভিন্ন চকোলেট রাখতে পারেন উপহারের ঝুলিতে।