Richa Chadda- Ali Fazal

জন্মের ৪ মাস পর কন্যার নাম প্রকাশ করলেন রিচা, প্রাচ্য-পাশ্চাত্যের পুরাণ মিলল একরত্তির নামে

আলিয়া, দীপিকার পথে না হেঁটে রিচা এবং আলি তাঁদের সন্তানের ‘প্রথম নাম’-এর সঙ্গে জুড়ে দিয়েছেন ‘মধ্যনাম’। প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধন ঘটেছে সেই নামে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৩:৩২
Ali Fazal and Richa Chadda

অভিনেতা দম্পতি আলি ফজ়ল এবং রিচা চড্ডা। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সন্তানের নাম প্রকাশের ধারা অব্যাহত। এ বার তাতে জুড়ল আরও একটি ‘ফুল’। জন্মের মাস চারেক পর অভিনেত্রী রিচা চড্ডা কন্যার নাম প্রকাশ করলেন। রিচা চড্ডা এবং আলি ফজ়ল সদ্যোজাতের নাম রেখেছেন জ়ুনেইরা ইদা ফজ়ল। তবে বাড়ির সকলে আদর করে খুদেকে ‘জ়ুনি’ বলেই সম্বোধন করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

‘জ়ুনেইরা’ নামটি শুনে বোঝা যাচ্ছে, এটি আরবি শব্দ। নিন্দকেরা হয়তো বলবেন, বাবা, অর্থাৎ আলির ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্যই এমন নামকরণ করা হয়েছে। তবে অভিনেত্রীর কন্যার নামের সঙ্গে শুধু আরবি নয়, যোগ রয়েছে গ্রিক এবং সংস্কৃত পুরাণেরও। আরবি ভাষায় ‘জ়ুনেইরা’ কথার অর্থ স্বর্গের ফুল। অর্থাৎ ‘পারিজাত’ বলা যেতে পারে। মতান্তরে, এই জ়ুনেইরা শব্দের অর্থ আবার ধ্রুবতারা বা চাঁদের আলো।

আলিয়া, দীপিকার পথে না হেঁটে রিচা মেয়ের ‘প্রথম নাম’-এর সঙ্গে জুড়ে দিয়েছেন ‘মধ্যনাম’ ইদা। অনেকেই হয়তো জানেন, সংস্কৃতে ইদা শব্দের অর্থ ধরিত্রী। হিন্দু পুরাণ অনুযায়ী, এই নামের সঙ্গে দেবী দুর্গা এবং সরস্বতীরও যোগ রয়েছে। আবার গ্রিক পুরাণেও ইদা নামের উল্লেখ পাওয়া যায়।

একরত্তিকে নিয়েই দিন কাটছে নতুন বাবা-মায়ের।

একরত্তিকে নিয়েই দিন কাটছে নতুন বাবা-মায়ের। ছবি: সংগৃহীত।

সুতরাং কন্যার নামের মধ্যে দিয়ে রিচা এবং আলি যে প্রাচ্য-পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চেয়েছেন, তা স্পষ্ট। চলতি বছর জুলাই মাসে কন্যার মা-বাবা হয়েছেন অভিনেতা দম্পতি রিচা চড্ডা এবং আলি ফজ়ল। তবে সমাজমাধ্যমে সে কথা জানিয়েছিলেন সন্তানের জন্মের দু’দিন পর।

Advertisement
আরও পড়ুন