Arrest

যুবক-খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত

ধৃতের নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। ওড়িশার মালকানগিরি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৯:২৫
মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা।

মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। —প্রতীকী চিত্র।

সল্টলেকের মহিষবাথানে যুবককে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। ধৃতের নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। ওড়িশার মালকানগিরি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, বুধবার মৃত্যুঞ্জয়কে বিধাননগর এসিজেএম আদালতে হাজির করা হবে।

Advertisement

বর্ষবরণের রাতে মহিষবাথানে একটি ক্লাবে মদ্যপানের আসরে গোলমাল ঘিরে পেশায়
ডেলিভারি বয় সুব্রত মাজি নামে এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, গোলমাল চলাকালীন সুব্রতকে মৃত্যুঞ্জয় এমন ভাবে ধাক্কা মারে যে, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোর উপরে পড়ে যান। টোটোর কোনও যন্ত্রাংশ মাথায় লাগায় জখম হন সুব্রত। তিনি আহত হওয়ার ভান করছেন ধরে নিয়ে তাঁকে দ্বিতীয় বার একই ভাবে ফের ধাক্কা মারে মৃত্যুঞ্জয়। তদন্তকারীরা জানান, পরে সুব্রতের মাথায় রক্ত দেখে ক্লাবে উপস্থিত সকলের সম্বিত ফেরে। মৃত্যুঞ্জয়-সহ কয়েক জন সুব্রতকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ভোরের দিকে তাঁর বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু পরবর্তী চিকিৎসা না হওয়ায় মারা যান ওই যুবক।

এর আগে এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীরা জানান, পুলিশি হস্তক্ষেপ হতে পারে আশঙ্কা করে অন্যেরা টোটো থেকে রক্তের দাগ মুছে দিয়েছিল। পয়লা জানুয়ারি সকালে সুব্রতের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আর জি কর
মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মৃত্যুঞ্জয়ও হাসপাতালে যায়। সে হাসপাতালে গিয়ে জানায়, সুব্রত পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। ওই যুবকের মৃত্যুর পরেই অভিযুক্ত ওড়িশায় গা-ঢাকা দিয়েছিল। অন্যদের গ্রেফতার করার পরে মৃত্যুঞ্জয়ের বিষয়ে জানতে পারে পুলিশ।

Advertisement
আরও পড়ুন