Deepika Padukone and Ranveer Singh

দীপাবলির পরের দিন কন্যার ছবি দিয়ে নাম প্রকাশ দীপিকা-রণবীর, জেনে নিন সে নামের অর্থ কী

বাড়িতে ‘লক্ষ্মী’ আগমনের খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন রণবীর। মেয়ে হওয়ার পর নতুন মায়ের জীবনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন দীপিকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২০:৫৯
অভিনেতা রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন।

অভিনেতা রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

মাসখানেক আগে জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন অভিনেতা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ৮ সেপ্টেম্বর, মুম্বইয়ে ফুটফুটে এক কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন দুই তারকা। বাড়িতে ‘লক্ষ্মী’ আগমনের খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন রণবীর। মেয়ে হওয়ার পর নতুন মায়ের জীবনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন দীপিকা। তবে, এত দিন পর্যন্ত দীপিকা এবং রণবীর কেউই মেয়ের নাম প্রকাশ্যে আনেননি।

Advertisement

দীপাবলির পরের দিন, শুক্রবার সন্ধ্যায় সমাজমাধ্যমে একরত্তির নাম প্রকাশ করেছেন দীপিকা-রণবীর। সঙ্গে দিয়েছেন কন্যার মিষ্টি ছবি। তবে মুখ নয়, রয়েছে ছোট্ট দু’টি পা। অভিনেতা দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিংহ।

ধরে নেওয়া যেতে পারে এই ‘দুয়া’ আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে। যার আভিধানিক অর্থ হল প্রার্থনা। ক্ষেত্রবিশেষে শুভকামনা, শুভেচ্ছা বা আশীর্বাদের সমার্থক শব্দ হিসাবে ‘দোয়া’ কথাটি ব্যবহার করা হয়। তবে কন্যার নাম কেন ‘দুয়া’ রাখা হল তার কারণও বুঝিয়ে দিয়েছেন দীপিকা। লিখেছেন, “দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”

ছবি: ইনস্টাগ্রাম।

উল্লেখ্য, চলতি বছর গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা-রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে। তার পরের দিনই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় রণবীর ও দীপিকাকে। প্রথমে জানা গিয়েছিল, আগামী ২৮ সেপ্টেম্বর জন্ম হবে দীপিকার প্রথম সন্তানের। কিন্তু তার আগেই সন্তান আসে দীপিকার কোলে। দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি।

Advertisement
আরও পড়ুন