flowers

তাজা ফুল দিয়ে ঘর সাজান? জানেন কি এর গুণ

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ঘর সাজানোর ফুল। শরীরে কোনও ব্যথা থাকলে তা-ও কমে ঘরে তাজা ফুল রাখা থাকলে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ২২:১০
মনের উপরে অন্দরসজ্জার অনেকটা প্রভাব পড়ে।

মনের উপরে অন্দরসজ্জার অনেকটা প্রভাব পড়ে। ফাইল চিত্র

ফুল দিয়ে ঘর সাজানোর চল অতি প্রাচীন। বাড়ির সঙ্গে বাগান থাকলে সেখানকার ফুল তুলে ফুলদানিতে রাখা হোক বা বাজার থেকে কিনে এনে— অন্দরসজ্জার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল তাজা ফুল। কিন্তু এমন চল হল কেন? এর পিছনে কোনও কারণ থাকতে পারে কি?

মনের উপরে অন্দরসজ্জার অনেকটা প্রভাব পড়ে। সম্প্রতি ‘আমেরিকান সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্সেস’-এর একটি গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, শরীরের উপরেও অনেক ভাবে ছাপ ফেলে অন্দরসজ্জা। সেই গবেষণাপত্রে জানানো হয়েছে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ঘর সাজানোর ফুল। শরীরে কোনও ব্যথা থাকলে, তা-ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ঘরে সাজানো তাজা ফুল। এর পাশাপাশি, উদ্বেগ বা ক্লান্তির মতো সমস্যা থাকলেও কমাতে পারে ফুল।

Advertisement

দিনভর কাজের পরে যদি মানসিক চাপ কিংবা শারীরিক কোনও অসুস্থতা দেখা দেয়, সব খানিকটা কমতে পারে ঘরে সুন্দর ফুল সাজানো থাকলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement