penthouse

ছাদের উপরে বাসস্থান, আধুনিক অন্দরসাজে তেমন ঘরই এখন বিলাসিতার শেষ কথা

বলিউডের তারকাদের বিলাসবহুল বাসস্থান অনেক সময়েই আলোচনার কেন্দ্রে আসে। কর্ণ নিজেও রীতিমতো আহ্লাদিত থাকেন তাঁর পেন্টহাউজের অন্দরসজ্জা নিয়ে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৯:১০
কর্ণের এই পেন্টহাউজ দেখে রীতিমতো উত্তেজিত তাঁর তারকা-বন্ধুরা

কর্ণের এই পেন্টহাউজ দেখে রীতিমতো উত্তেজিত তাঁর তারকা-বন্ধুরা

পেন্টহাউজ। গোটা বহুতলের থেকে একেবারে আলাদা ছাদের উপরে থাকার ব্যবস্থা। স্থপতিরা সেই জায়গাটিকেই পেন্টহাউজ নামে ডাকতেন। স্থানাভাব যত বেড়েছে, ততই গুরুত্বও বৃদ্ধি হয়েছে এই জায়গাটির।

আমেরিকার বিভিন্ন ব্যস্ত শহরে গত শতকের মাঝের দিক থেকে পেন্টহাউজ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এখন এ দেশেও পেন্টহাউজের রমরমা। বিলাসবহুল পেন্টহাউজ এখন এক অর্থে বৈভবের বিবৃতিও বটে।

Advertisement
বিলাসবহুল অন্দরসজ্জা আকর্ষণীয় করে তুলেছে এই বাসস্থানকে

বিলাসবহুল অন্দরসজ্জা আকর্ষণীয় করে তুলেছে এই বাসস্থানকে

বলিউডের তারকাদের বিলাসবহুল বাসস্থান অনেক সময়েই আলোচনার কেন্দ্রে আসে। তেমনই হয়েছে কর্ণ জওহরের পেন্টহাউজ ঘিরে। কর্ণ নিজেও রীতিমতো আহ্লাদিত থাকেন সেই পেন্টহাউজের অন্দরসজ্জা নিয়ে। আর নেটমাধ্যমে সে সব ছবি দেখে বলি-জগতের অন্যদের উত্তেজনা বলে দিচ্ছে, এ দেশেও পেন্টহাউজ হয়ে উঠেছে বিলাসিতার মাপকাঠি। ফলে ছাদের উপরের এখন আর যে সে ব্যাপার নয়!

Advertisement
আরও পড়ুন