ঠান্ডায় হাতের ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। ছবি: সংগৃহীত।
যতই শীত পড়ুক, জল ঘাঁটার পরিমাণ তো কমবে না। তার উপর আর্দ্রতার অভাবে হাতের ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। কারও কারও হাত থেকে ছাল উঠতেও দেখা যায়।
সারা দিন পর বাড়ি ফিরে মুখের যত্ন নেন। মুখে মাখার ক্রিম হাতের তালুতে খানিকটা বেঁচে গেলে অনেকে তা দু’হাতে মেখে নেন, ব্যস। এর বেশি কিছু করার কথা খুব একটা মনেও হয় না। নেটপ্রভাবী এবং চর্মরোগ চিকিৎসক ডেভিড কিম বলেন, “কুঁচকে যাওয়া হাতের চামড়া টান টান করতে হলে শুধু ময়েশ্চারাইজ়ার যথেষ্ট নয়। হাতের ত্বকের সঠিক যত্ন নিতে হলে দিন ও রাতের প্রসাধনীও হবে আলাদা।”
হাতের ত্বক টান টান রাখতে দিন-রাতে কী কী মাখতে হবে?
সকালের রুটিন:
প্রথমে ক্লিনজ়ার দিয়ে দু’টি হাত ভাল করে পরিষ্কার করে নিন। তার পর হাতে মেখে নিন ভিটামিন সি সিরাম। এ বার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, সে ক্ষেত্রে একটু ঘন ময়েশ্চারাইজ়ার মাখতে হবে। অতিবেগনি রশ্মির প্রভাবেও হাতের ত্বক বুড়িয়ে যেতে পারে। ডেভিড বলেন, “সানস্ক্রিন হল সবচেয়ে ভাল ‘অ্যান্টি-এজিং’ প্রসাধনী। তাই শুধু মুখে নয়, দুই হাতেও ভাল করে মেখে নিন।
রাতের রুটিন:
রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার হাত ভাল করে পরিষ্কার করে নিন। তার পর দু’হাতে যে কোনও সংস্থার ব্রাইটেনিং সিরাম মেখে নিন। মিনিট পাঁচেক অপেক্ষা করুন। তার পর ময়েশ্চারাইজ়ার মেখে নিন।