Cleaning Facial Pores

মুখের উন্মুক্ত ছিদ্র পরিষ্কার করা সহজ নয়! সালোঁয় না গিয়ে কাজ হাসিল করার উপায় আছে?

ত্বকের যে নিজস্ব তৈলগ্রন্থি রয়েছে, সেখান থেকে শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেই সেবাম ক্ষরণ হয়। সঠিক পদ্ধতিতে তা পরিষ্কার না করলে মুখে ব্রণের আধিক্য দিতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৮:০০
pores cleaning tips

পোর্‌স পরিষ্কারের সহজ পন্থা। ছবি: সংগৃহীত।

সালোঁয় ফেশিয়াল করাতে গেলে ত্বকের উন্মুক্ত ছিদ্রগুলি বিশেষ কায়দায় পরিষ্কার করে দেওয়া হয়। তার জন্য আলাদা যন্ত্রও রয়েছে। কিন্তু সে সব নিজে নিজে ব্যবহার করা সম্ভব নয়। সকলের পক্ষে নিয়মিত সালোঁয় যাওয়া সম্ভব হয় না। অথচ ত্বকের যে নিজস্ব তৈলগ্রন্থি রয়েছে সেখান থেকে শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেই সেবাম ক্ষরণ হয়। সঠিক পদ্ধতিতে তা পরিষ্কার না করলে মুখে ব্রণের আধিক্য দিতে পারে। অনেক সময়ে মুখে গরম জলের ভাপ নিলে সমস্যার সমাধান হয়। কিন্তু গরম বাষ্প আবার চামড়ার ক্ষতিও করতে পারে। তা হলে উপায়?

Advertisement

এক্সফোলিয়েশন:

ত্বকের উন্মুক্ত ছিদ্রে জমে থাকা তেল, ধুলোময়লা দূর করার সবচেয়ে সহজ পন্থা হল এক্সফোলিয়েশন। তা মূলত দু’প্রকার। প্রথমটি সম্বন্ধে প্রায় সকলেই জানেন। শক্ত দানাজাতীয় স্ক্রাবের সাহায্যে মুখে এক্সফোলিয়েট করা। অন্যটি হল রাসায়নিক দেওয়া মাস্ক, জেল। মুখে এটি মেখে রাখলে পোর্‌সে জমে থাকা তেল, ধুলোময়লা পরিষ্কার করার কাজটি সহজ হয়। তবে স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে এই ধরনের রাসায়নিক এক্সফোলিয়েটর ব্যবহার করা ভাল নয়। আবার শক্ত দানাযুক্ত স্ক্রাব ব্যবহার করলে ত্বক আরও স্পর্শকাতর হয়ে পড়তে পারে।

কাঠকয়লার মাস্ক:

এত ঝক্কি পোহাতে হয় না, যদি দোকান থেকে ‘অ্যাক্টিভেটেড চারকোল মাস্ক’ কিনে আনেন। মিনিট দশেক মুখে এই মাস্ক মেখে রাখুন। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। তবে এই ধরনের মাস্ক ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা নেবেন। ‘প্যাচ টেস্ট’ করিয়ে নিতে পারলেও ভাল হয়।

পোর্‌স স্ট্রিপিং:

ত্বকের ছোট ছোট ছিদ্র থেকে তেল, ধুলোময়লা সহজে বার করে ফেলা যায় স্ট্রিপ ব্যবহার করলে। এই স্ট্রিপ হল এক ধরনের আঠালো কাগজ। সেটি নাকের উপর বা আশপাশে চেপে বসিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করতে হয়। তার পর টেনে তুলে নিলে কাগজের সঙ্গে সঙ্গে পোর্‌স থেকে তেল, ধুলোময়লা উঠে আসে।

Advertisement
আরও পড়ুন