Pakistan Cricket

টি-টোয়েন্টি সিরিজ়ে পর্যুদস্ত হয়ে এক দিনের দলে বদল পাকিস্তানের, ফেরানো হল হ্যারিস রউফকে

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ়ে সিনিয়র ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই পরিকল্পনা বদলাতে হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২১:২৮
picture of Haris Rauf

হ্যারিস রউফ। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-৪ ব্যবধানে হারার পর এক দিনের সিরিজ়ের দলে পরিবর্তন করল পাকিস্তান। দলে নেওয়া হল জোরে বোলার হ্যারিস রউফকে। টি-টোয়েন্টি সিরিজ়ে দল হারলেও ৭ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন রউফ।

Advertisement

দল নির্বাচনের সময় এক দিনের সিরিজ়ের দল রউফকে রাখেননি পাকিস্তানের নির্বাচকেরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা মতো বল করতে না পারায় তাঁকে বিবেচনা করা হয়নি। কিন্তু নিউ জ়িল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ়ে সলমন আঘার দলের ভরাডুবির পর রউফকে এক দিনের সিরিজ়ের জন্য নিউ জ়িল্যান্ডে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে খবর, কোচ আকিব জাভেদ এক দিনের সিরিজ়ের জন্য এক জন অতিরিক্ত উইকেটরক্ষক-ব্যাটার চেয়েছেন। তাই টি-টোয়েন্টি সিরিজ়ের দল থেকে হ্যারিস মহম্মদ এবং উসমান খানের মধ্যে এক জনকেও রেখে দেওয়া হতে পারে।

২০ ওভারের সিরিজ়ে দলে পাকিস্তান রাখেনি দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানকে। তাঁরা এক দিনের সিরিজ় খেলবেন। রিজ়ওয়ান নেতৃত্বও দেবেন দলকে। এক দিনের সিরিজ়ের দলে রাখা হয়নি শাহিন আফ্রিদিকেও। তিনি সম্ভবত দেশে ফিরে আসবেন। কারণ টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁর পারফরম্যান্স আশাপ্রদ হয়নি।

Advertisement
আরও পড়ুন