Bamboo Extract for Hair

ক্ষতি করবে না, উল্টে চুলের যত্ন নেবে বাঁশের নির্যাস! কী হবে মাখলে? কী ভাবে মাখবেন?

বাঁশের নির্যাস থেকে তৈরি এসেনশিয়াল অয়েল নাকি চুলের জন্য বিশেষ উপকারী। ‘ট্রেন্ড্‌স ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে তেমনটাই বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২০:০৫
বাঁশ দেবে না, উল্টে চুলের অনেক উপকার করবে।

বাঁশ দেবে না, উল্টে চুলের অনেক উপকার করবে। ছবি: সংগৃহীত।

বাঁশের নাম শুনলেই বুক কেঁপে ওঠে। বাঁশ কোনও দিন কারও উপকার করে বলেও শোনা যায় না। তবে কেশচর্চাশিল্পীরা বলছেন অন্য কথা। বাঁশের নির্যাস থেকে তৈরি এসেনশিয়াল অয়েল নাকি চুলের জন্য বিশেষ উপকারী। ‘ট্রেন্ড্‌স ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, এই নির্যাসে রয়েছে সিলিকা, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফ্ল্যাভোনয়েড্‌স। এই সব উপকরণ চুলের জন্য ভাল। নতুন চুল গজাতে, মাথার ত্বকের যত্ন নিতে এই দারুণ কাজ করে এই বাঁশের নির্যাস-যুক্ত এসেনশিয়াল অয়েল।

Advertisement

বাঁশের নির্যাস মাথায় মাখলে কী উপকার হয়?

১) হেয়ার ফলিকলে পুষ্টি জোগায়:

বাঁশের নির্যাসে প্রচুর পরিমাণে সিলিকা রয়েছে। এই খনিজটি চুলের জন্য অত্যন্ত উপকারী। চুলের গোড়া মজবুত করতে সিলিকার যথেষ্ট ভূমিকা রয়েছে। ‘ব্রাজিলিয়ান সোসাইটি অফ ডার্মাটোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে সে কথাই বলা হয়েছে।

২) নতুন চুল গজাতে সাহায্য করে:

হরমোনজনিত সমস্যার কারণে চুল পাতলা হয়ে যায় অনেকের। বাঁশের নির্যাস মাথার ত্বকে নতুন চুল গজানোর মতো প্রতিকূল পরিবেশ তৈরি করে দিতে পারে।

৩) চুলের জেল্লা বৃদ্ধি করে:

স্বাভাবিক ভাবে চুলের জেল্লা বৃদ্ধি করতে সাহায্য করে পারে বাঁশের নির্যাস-যুক্ত এসেনশিয়াল। মাথার ত্বকের পিএইচের সমতা বজায় রাখে। ফলে খুশকির সমস্যাও রুখে দেওয়া যায় সহজে।

কী ভাবে মাখতে হবে বাঁশের নির্যাস?

১) বাঁশের নির্যাস দিয়ে তৈরি এসেনশিয়াল অয়েল জলে মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। শ্যাম্পু করার শেষে ওই জল দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন।

২) নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে বাঁশের নির্যাস-যুক্ত এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা। ওই তেল দিয়ে মাথার ত্বকে মাসাজ করতে পারেন।

৩) পরিস্রুত জলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন টোনার। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই টোনার স্প্রে করে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন