Shoe

Fully Destroyed Sneakers: ছেঁড়া জুতোর দাম দেড় লক্ষ টাকা! ছেঁড়া নয় এটাই ‘ফ্যাশন’, দাবি সংস্থার

‘ব্যালেনসিয়াগা’ সংস্থার ব্যাগ ও জুতো পরতে দেখা যায় হলিউড ও বলিউডের অনেক তারকাকে। তারাই এ বার বাজারে আনল এমন জুতো যা দেখতে ছেঁড়া জুতোর মতো।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৩:১৭
কিনবেন নাকি এক জোড়া?

কিনবেন নাকি এক জোড়া? ছবি: সংগৃহীত

বিলাসবহুল ফ্যাশনের জগতে অত্যন্ত পরিচিত নাম ব্যালেনসিয়াগা। মাঝেমধ্যেই ব্যালেনসিয়াগার ব্যাগ কিংবা জুতো পরতে দেখা যায় হলিউড ও বলিউডের অনেক তারকাকে। এই সংস্থাই এ বার বাজারে আনল এমন এক ধরনের জুতো যা দেখতে পুরোপুরি ছিঁড়ে যাওয়া বাতিল জুতোর মতো। শুধু দেখতে ছেঁড়া বলেই নয়, পাদুকা জোড়ার দাম দেখলেও চক্ষু চরকগাছ হওয়ার উপক্রম। এক জোড়া জুতোর সর্বোচ্চ দাম নাকি দেড় লক্ষ টাকা!

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সংস্থার পক্ষ থেকে জুতোটির নাম রাখা হয়েছে ‘ফুললি ডেসট্রয়েড স্নিকার্স’ বা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া জুতো। ব্যালেনসিয়াগার ‘প্যারিস স্নিকার’ নামক একটি বিশেষ সংগ্রহের অধীনে বাজারে আসছে এই জুতোগুলি। মাত্র ১০০ জোড়া এই ধরনের জুতো তৈরি করছে সংস্থাটি। দাম শুরু হচ্ছে ৩৮ হাজার টাকা থেকে। কিন্তু জুতো যত ছেঁড়া হবে ততই বাড়বে দাম। সর্বোচ্চ দাম ১ লক্ষ ৪৪ হাজার টাকা।

কিন্তু এমন ছেঁড়া জুতো বাজারে আনার কারণ কী? ব্যালেনসিয়াগা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা একটি বিশেষ বার্তা প্রচার করতে চাইছেন জুতোটির মাধ্যমে। ‘স্নিকার্স জাতীয় জুতো সারা জীবন পরার জন্যই তৈরি’— এই বার্তাটিই তাঁরা পৌঁছে দিতে চান গ্রাহকদের কাছে। সাদা, কালো কিংবা লাল রঙের এই জুতো মূলত তৈরি হয়েছে ক্যানভাস কাপড়ে। শুকতলা তৈরি হয়েছে রবার দিয়ে। উপাদানের বৈচিত্র ও বিশেষ রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ময়লার আবিলতা।

Advertisement
আরও পড়ুন