Controversial Photo

ডিগ্রি পাওয়ার ‘আনন্দে’ বিশ্ববিদ্যালয় চত্বরেই নগ্ন হয়ে ছবি তুললেন তরুণী! ছাত্রীর কাণ্ডে বিতর্কের ঝড়

স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ায় ফ্লরিডার এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী টেরিকা উইলিয়ামস বিশ্ববিদ্যালয় চত্বরেই নগ্ন হয়ে ছবি তুললেন। ২৪ বছর বয়সি তারকার কাণ্ডে শুরু হয়েছে জোর বিতর্ক।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৭:২৮
২৪ বছর বয়সি তারকার কাণ্ডে শুরু হয়েছে জোর বিতর্ক।

২৪ বছর বয়সি তারকার কাণ্ডে শুরু হয়েছে জোর বিতর্ক। ছবি: সংগৃহীত

স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার খুশি উদ্‌যাপন করতে তরুণী এমন কাণ্ড করলেন যে, রীতিমতো তদন্ত শুরু করতে হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ফ্লোরিডার এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী টেরিকা উইলিয়ামস বিশ্ববিদ্যালয় চত্বরেই নগ্ন হয়ে ছবি তুললেন। ২৪ বছর বয়সি তারকার কাণ্ডে শুরু হয়েছে জোর বিতর্ক।

Advertisement

সম্প্রতি ‘এডুকেশন’-এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন টেরিকা। তা উদ্‌যাপন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপত্যের সামনে নগ্ন হয়ে ছবি তোলেন তিনি। হঠাৎ এ হেন কাজের কারণ কী? টেরিকা নেটমাধ্যমে লিখেছেন, “আমি ২৪ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছি, কোনও পোশাক আমার চরিত্রের পরিচয় নয়।” সমাজ যা-ই বলুক না কেন, সকলেরই নিজের দেহ নিয়ে খুশি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সাপের মতো উইগ ও হিল জুতো পরে আদুল গায়ের ছবি দেন তিনি।

সাপের মতো উইগ ও হিল জুতো পরে আদুল গায়ের ছবি দেন টেরিকা।

সাপের মতো উইগ ও হিল জুতো পরে আদুল গায়ের ছবি দেন টেরিকা। ছবি: সংগৃহীত

প্রকাশের পর ইনস্টাগ্রামে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পছন্দ করেছেন সেই ছবি। তবে বহু মানুষ আপত্তিও জানিয়েছেন বিষয়টি নিয়ে। কেউ বলেছেন, “এমন নামী বিশ্ববিদ্যালয়ের সামনে যদি ছবি তুলতেই হয়, তবে নিজের লেখাপড়ার শংসাপত্র নিয়ে ছবি তুলুন, নগ্ন হয়ে নয়।” সমালোচকদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের ‘সম্মানহানি’ করার জন্য তাঁর ডিগ্রি কেড়ে নেওয়ার দাবিও তুলেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। সমালোচনার সামনেও অবশ্য নিজের অবস্থান থেকে নড়তে নারাজ তরুণী। ভাল নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরেও তাঁর পরিচ্ছদ নিয়েই লোকের কথা বলা আসলে তাঁর মতকেই প্রতিষ্ঠা করে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন