Olive Oil

শুধু স্বাস্থ্যরক্ষায় নয়, শীতের রূপচর্চাতেও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন

অলিভ অয়েলে ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ত্বকের কোষে কোষে প্রয়োজনীয় উপাদানের জোগান দিতে পারে। কোন সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন এই তেল?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:১২
অলিভ অয়েল

অলিভ অয়েল ছবি: সংগৃহীত।

খারাপ কোলেস্টেরল ঠেকাতে অলিভ অয়েলে ভরসা রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তবে কেবল অসুখ ঠেকাতেই এই তেল কার্যকর, তা কিন্তু নয়। রুক্ষ ত্বক মোলায়েম করে তুলতেও অলিভ অয়েলের জুড়ি মেলা ভার। নির্দিষ্ট কোনও মরসুম নয়, রূপচর্চায় সারা বছরই ব্যবহার করা যেতে পারে এই তেল। অলিভ অয়েলে ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ত্বকের কোষে কোষে প্রয়োজনীয় উপাদানের জোগান দিতে পারে। কোন সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন এই তেল?

Advertisement

চুলে জেল্লা ফেরাতে

চুলের যত্নে অনেকেই নানা শৌখিন প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু শেষ পর্যন্ত সব সময় মনের মতো সুফল পাওয়া যায় না। সেক্ষেত্রে চুলের যত্নে ভরসা হতে পারে অলিভ অয়েল। এই তেল গরম করে চায়ের লিকারের সঙ্গে মিশিয়ে চুলে মাখতে পারে। জেল্লাদার এবং একই সঙ্গে চুল নরম ও মোলায়েমও হবে।

ঠোঁট নরম রাখতে

ঠোঁটের নরম ভাব ধরে রাখতে ও ঠোঁট ফাটা রুখতে এক চা চামচ অলিভ অয়েল, কয়েক ফোঁটা লেবুর রস ও আধ চামচ চিনি মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এ বার এই প্যাক ঠোঁটে লাগিয়ে চিনি না গলে যাওয়া অবধি মালিশ করুন। দিনে এক বার এটি করতে পারলেই উপকার পাবেন অনেকটা।

গায়ের চামড়া মোলায়াম রাখতে

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল চার পাঁচ চামচ মিশিয়ে নিন স্নানের জলে। ত্বককে নরম তো রাখবেই, সারা দিনে ঘামও হবে অনেক কম। ত্বক মোলায়েমও থাকবে

Advertisement
আরও পড়ুন