Amit Shah-Varun Dhawan

অমিত শাহ ‘দেশের হনুমান’, আখ্যা দিতেই নেটপাড়ায় সমালোচনা পাল্টা জবাব দিলেন বরুণ

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘রাজনীতির চাণক্য’ মানতে নারাজ বরুণ। তার বদলে তাঁকে আখ্যা দেন ‘দেশের হনুমান’ বলে। বরুণের মন্তব্যে শুরু হয় সমালোচনা। অবশেষে মুখ খুললেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
(বাঁ দিকে) অমিত শাহ (ডান দিকে) বরুণ ধওয়ান।

(বাঁ দিকে) অমিত শাহ (ডান দিকে) বরুণ ধওয়ান। ছবি: সংগৃহীত।

নিজের আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে ব্যস্ত বরুণ ধওয়ান। সেই ছবি ঘিরেই এক আলোচনাসভায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ ওঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী?

Advertisement

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে, রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন। শাহের উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, “মানুষ আপনাকে ‘রাজনীতির চাণক্য’ বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি ‘দেশের হনুমান’। কারণ, আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন। অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন।’’

এর পরই অভিনেতাকে নিয়ে শুরু হয় সমালোচনা।বরুণের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এই আখ্যায় আপত্তি জানিয়েছেন অনেকেই। নেটাপড়ায় একাংশ অভিনেতাকে ‘সুযোগসন্ধনী’ বলে দাগিয়ে দিয়েছেন। নিন্দকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে! এই প্রসঙ্গে বরুণ বলেন, ‘‘যার যা বলার বলুক। আমি রাজনীতির লোক নই। যখন আমার কিছু খারাপ লাগবে, খোলাখুলি বলে দেব।’’ ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’।

Advertisement
আরও পড়ুন