ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিদেশের মাটিতে জনপ্রিয় তেলগু গানের ‘চুট্টামাল্লে’র তালে জমিয়ে নাচ করে তাক লাগিয়ে দিলেন দুই ছাত্র। বস্টনের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালের একটি অনুষ্ঠানে নেচে রীতিমতো তাক লাগিয়ে দিলেন দুই যুবক। চরণ ও আনমোল শেট্টি নামের এই দুই যুবকের সেই নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নাচ করছেন ওই দুই ছাত্র। মঞ্চে আরও কয়েক জন ছাত্রকে নাচতে দেখা গেলেও অনুষ্ঠানের সমস্ত আলো কেড়ে নেন দুজনে। গত নভেম্বর মাসে একদল ভারতীয় ছাত্র তাঁদের কলেজ ইভেন্টে জাহ্নবী কপূর অভিনীত ‘দেবারা’ ছবির বিপুল জনপ্রিয় এই গানটিতে নেচে বিপুল প্রশংসা কুড়িয়ে নেন। সেই নাচ দেখে হাততালি পড়ছে মুহুর্মুহু। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে নিজেরাই পোস্ট করেছেন চরণ ও আনমোল। পোস্ট করার পর ১ কোটি ২০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। চরণ, আনমোল এবং তাঁদের বন্ধুরা নিখুঁত ভাবে চুট্টামাল্লে-এর নাচের ‘স্টেপ’গুলি ফুটিয়ে তুলেছেন। মঞ্চে সেই নাচ উপস্থাপন করতেই দর্শকদের উল্লাসে ফেটে পড়তে দেখা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দর্শকদের সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমের দর্শকেরাও এই নাচকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘জাহ্নবীর তুলনায় এই দু’জনের পারফরম্যান্স অনেক ভাল, অসম্ভব ভাল নেচেছেন এঁরা।’’